রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

UPI Latest Feature: কথা বললেই চলে যাবে টাকা! UPI-তে নয়া ফিচার লঞ্চ করল NPCI

UPI Latest Feature: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) ঘোষণা অনুযায়ী চালু হয়ে গেল যুগান্তকারী এক পরিষেবা। এই পরিষেবা চালু করা হল এনপিসিআই (NPCI)। দাবি করা হয়েছে, এই…

Advertisements

UPI Latest Feature: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) ঘোষণা অনুযায়ী চালু হয়ে গেল যুগান্তকারী এক পরিষেবা। এই পরিষেবা চালু করা হল এনপিসিআই (NPCI)। দাবি করা হয়েছে, এই পরিষেবার দৌলতে সাধারণ মানুষের তো সুবিধা হবেই। পাশাপাশি বয়স্ক মানুষেরা তথা প্রতিবন্ধী মানুষেরাও উপকৃত হবেন। কী সেই পরিষেবা? চলুন সেটাই জেনে নেওয়া যাক।

UPI Latest Feature

ইউপিআই নতুন পরিষেবা ২০২৩(UPI New Features 2023)

ইউপিআই ব্যবস্থায় যুক্ত হল ভয়েস লেনদেন পরিষেবা। এক্ষেত্রে সেন্ড বোতামে ক্লিক না করেও টাকা লেনদেন করা যাবে। মূলত এআই (AI) প্রযুক্তির হাত ধরেই নিরাপদে লেনদেন করা সম্ভব হবে বলে জানা গেছে। এনসিপিআই কর্তৃপক্ষ ও আরবিআই গভর্নরের তরফে দাবি করা হয়েছে যে, এই নতুন ফিচারের প্রতি মানুষ অভ্যস্ত হয়ে গেলে ইউপিআই-এর ব্যবহার আরও বাড়বে।

Advertisements

UPI Latest Feature

ইউপিআই এআই ব্যবহার করার প্রক্রিয়া(How to use UPI AI Service?)

১. ইউপিআই ব্যবহারকারীকে এক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির (Artificial Intelligence)-এর সঙ্গে চ্যাট করতে হবে।
২. উক্ত চ্যাটের মাধ্যমেই টাকা পৌঁছে যাবে অপর পক্ষের কাছে।
৩. এক্ষেত্রে ব্যবহারকারীকে ভয়েস কমান্ড দিতে হবে।

UPI Latest Feature

ইউপিআই এআই-তে কোন ভাষা উপলব্ধ রয়েছে?(Languages available in UPI AI Service)

১. ইউপিআই এআই আপাতত দুই ভাষায় উপলব্ধ রয়েছে। যেগুলো হল ইংরেজি ও হিন্দি।
২. ভয়েস কমান্ড দেওয়ার সময় হিন্দি ও ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে।
৩. ধীরে ধীরে বাকি আঞ্চলিক ভাষাগুলো যোগ করা হবে।
৪. বাংলা ভাষা যুক্ত হলে তখন বাংলা ভাষাতেও ভয়েস কমান্ড দিয়ে টাকার লেনদেন করা যাবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements