রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

UPI New Rules 2023: ফোন পে, গুগল পে-র নিয়মে পরিবর্তন RBI-এর, ৫০০ টাকার কম লেনদেন করে থাকলে অবশ্যই জেনে নিন

UPI New Rules 2023: বর্তমানে ভারতে ডিজিটাল লেনদেনের চাহিদা তুঙ্গে। বড়ো শপিং মল থেকে শুরু করে ফুচকা স্টল প্রায় সর্বত্রই ইউপিআই পেমেন্ট (UPI Payment) অপশন পাওয়া যায়। যত দিন যাচ্ছে,…

Advertisements

UPI New Rules 2023: বর্তমানে ভারতে ডিজিটাল লেনদেনের চাহিদা তুঙ্গে। বড়ো শপিং মল থেকে শুরু করে ফুচকা স্টল প্রায় সর্বত্রই ইউপিআই পেমেন্ট (UPI Payment) অপশন পাওয়া যায়। যত দিন যাচ্ছে, ভারতের ইউপিআই পেমেন্টের চাহিদা ততই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বর্তমানে অন্যান্য যে কোনো পেমেন্ট প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface) তথা ইউপিআই (UPI)। বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার জন্য UPI-কে কেন্দ্র করে আরবিআইয়ের (RBI) তরফে ঘোষণা করা হল এক খুশির খবর।

প্রকাশিত খবর অনুযায়ী, আরবিআই-এর তরফে এবার UPI লাইটে (UPI Lite) পেমেন্ট করার সর্বোচ্চ সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

(UPI New Rules 2023 UPI) লাইটে পেমেন্ট করার সর্বোচ্চ সীমা কত টাকা বাড়ানো হয়েছে?

UPI New Rules 2023

পূর্বে UPI লাইটে সর্বোচ্চ ২০০ টাকা পেমেন্ট করা যেত। এইবার এই সীমাই ৩০০ টাকা বাড়িয়ে দেওয়া হল। ফলে এবার থেকে সর্বোচ্চ ৫০০ টাকা লেনদেন করা যাবে UPI লাইট ওয়ালেটে (UPI Lite Wallet)।

(UPI New Rules 2023) UPI লাইটের সুবিধা

১. এই ব্যবস্থার মাধ্যেম বিনা ইন্টারনেটেই আর্থিক লেনদেন করা যায়। অর্থাৎ টাকা পাঠানোর জন্য ইন্টারনেট কানেকশনের দরকার নেই।
২. এই ব্যবস্থায় প্রতারণার সম্ভাবনা নেই বললেই চলে।
৩. একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করা সম্ভব।
৪. খুবই কম খরচে UPI লাইটের (UPI Lite) মাধ্যমে টাকা পাঠানো যায়।

UPI New Rules 2023

(UPI New Rules 2023) বিনা পিনে ব্যবহার করা যায় UPI লাইট:

হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। বিনা পিনে ব্যবহার করা যায় UPI লাইট ওয়ালেট (UPI Lite Wallet)। অর্থাৎ এক্ষেত্রে টাকা লেনদেন করার জন্য পিন দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা ৫০০ টাকা। এই ইস্যুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর (Governor of Reserve Bank of India) শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানিয়েছেন যে, ব্যবহারকারীদের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্যই ভারতে এই সংক্রান্ত নয়া প্রযুক্তি আনা হয়েছে। তাঁর অনুমান UPI লাইটের দৌলতে ভারতে ডিজিটাল লেনদেনের প্রসারের গতি আরও বাড়বে।

UPI Lite Wallet-এর উদ্দেশ্য(Purpose of UPI Lite Wallet)

ইউপিআই লাইট ওয়ালেটের সূচনা ঘটে ২০২২ সালে। সাধারণ মানুষ যাতে বিনা ইন্টারনেটেও টাকার লেনদেন করতে পারে, সেইজন্য এই পেমেন্ট ব্যবস্থা লঞ্চ করা হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements