রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Urfi Javed: ছোট ড্রেস পরাই হলো কাল! রাস্তা থেকে গ্রেপ্তার উরফি জাভেদ, প্রকাশ্যে এল ভিডিও

Urfi Javed: গ্রেফতার হলেন উরফি জাভেদ? (Urfi Javed arrested?) সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখে এমনটাই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটিতে (Viral Video) পুলিশের উর্দিধারী দুই মহিলাকে উরফি জাভেদকে বলপূর্বক…

Advertisements

Urfi Javed: গ্রেফতার হলেন উরফি জাভেদ? (Urfi Javed arrested?) সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখে এমনটাই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটিতে (Viral Video) পুলিশের উর্দিধারী দুই মহিলাকে উরফি জাভেদকে বলপূর্বক হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। উরফি মানা করলেও তাঁরা শোনেন না এবং শেষ পর্যন্ত উরফিকে নিয়ে যান। এরপরে কী হল?

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ভূমপ্লা’ (Voompla) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা থাকে, “এটা কি সত্যিই? উরফি জাভেদ কি সত্যিই গ্রেফতার হয়েছেন? এই ঘটনা দেখা গেল আন্ধেরির এক ক্যাফের বাইরে”। জানিয়ে রাখি, আন্ধেরি (Andheri) হল মুম্বাইয়ের (Mumbai) শহরতলী এলাকা। ক্যাপশন দেখে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মধ্যেই।

Advertisements

urfi javed

ভিডিওটির শুরুতে দেখা যায় উরফি লাল টপস ও ডেনিম পরে একটি ক্যাফে থেকে বেরোচ্ছেন। ঠিক এই সময়েই দেখা যায় পুলিশের ইউনিফর্ম পরিহিত মহিলা ক্যাফের সামনে দাঁড়িয়ে বলেন, “এদিকে এসো”। উরফি তাঁদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, “কী হল?” এরপেই তাঁরা জানান যে, ‘ছোট ছোট কাপড়’ পরার অপরাধে উরফিকে তাঁদের সঙ্গে যেতে হবে। উরফি আপত্তি জানালেও তাঁরা জানান যে, উরফিকে যেতেই হবে। এরপরে পুলিশের উর্দি পরা দুই মহিলা উরফির হাত ধরে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যান।

ভিডিওটিকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন, “ঠিক হয়েছে”। কেউ আবার রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন। কিছু নেটিজেন আবার পুরো ঘটনাকেই ‘স্ক্রিপ্টেড’ বলে দাবি করেছেন। সবমিলিয়ে মিশ্র প্রতিক্রিয়ার জেরে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওটি পোস্ট হওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যেই ১.৯৪ লক্ষ লাইক পেয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে গেছে এই ভিডিওটি।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements