Uttam Kumar AI Photos: মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar) এই জগৎ থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। ১৯৮০ সালের ২৪ জুলাই তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেটে গেছে অনেকটা বছর, কিন্তু বাঙালির আবেগের সঙ্গে তিনি আজও জড়িত। বড়ো পর্দায় সাদা কালো স্ক্রিনে তিনি চুটিয়ে অভিনয় করেছেন। তাঁর অভিনয় দেখা গেছে রঙিন স্ক্রিনেও। আট থেকে আশি, তাঁর অভিনয়ে সবাই মন্ত্রমুগ্ধ। তাঁর ব্যক্তিত্বে মন হারিয়েছেন বহু রমণী।
সেই মহানায়কের প্রতিচ্ছবিই এবার এইআই (AI) কারসাজিতে নতুন করে ফুটিয়ে তোলা হল। সুদর্শন নায়কের AI অবতার দেখে অবাক হয়ে গেলেন সকলে। চোখের সামনে স্ক্রিনে মহানায়ককে AI কল্পনায় দেখে নজর ফেরাতে পারলেন না অনেকেই। উত্তম কুমারের এই ফটোগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে (Uttam Kumar Viral AI Photo)। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রায় প্রত্যেক কোণায় বর্তমানে উত্তম কুমারের চর্চা দেখা গিয়েছে।
AI মূলত নির্দিষ্ট প্রম্পটের ভিত্তিতে কাজ করে। এক্ষেত্রে এই AI ফটোগুলো প্রম্পট দিয়ে তৈরি করেছেন পায়াব্রত রায়। নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করে মহানায়কের AI ইমেজগুলো দুনিয়ার সামনে তুলে ধরেন পায়াব্রত (Payabrata Uttam Kumar Viral Photos)। কৃত্রিম স্পর্শে তৈরি হলেও, ফটোগুলো দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। প্রকাশ্যে আসার পরেই ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
বর্তমান জেনারেশন মহানায়ককে স্বচক্ষে দেখেনি। কিন্তু তাঁর অভিনীত সিনেমা দেখে প্রত্যেকবারই মুগ্ধ হয়েছেন নয়া প্রজন্মের দর্শকরা। তাঁর ব্যক্তিত্ব ও অভিনয় আজও নতুন প্রজন্মের দর্শকদের মনে স্থান দখল করতে সক্ষম। উত্তম কুমার ওরফে অরুণ কুমারকে নব প্রজন্মের দর্শকরা নায়ক, সপ্তপদী, চিড়িয়াখানা, হারানো সুর, অগ্নিপরীক্ষা, সন্ন্যাসী রাজা, চৌরঙ্গী, অ্যান্টনী ফিরিঙ্গি প্রভৃতি সিনেমার মধ্যে দিয়ে মনে বিশেষ স্থান দিয়ে রেখেছেন।