Vastu Tips: বাড়ির সদস্যদের জীবনে আর্থিক উন্নতি চাইলে অনুসরণ করা যেতে পারে বাস্তুশাস্ত্রের পরামর্শ। বাস্তুশাস্ত্রে নানান সমস্যার সমাধান দেওয়া হয়েছে। আপনি যদি বাড়িতে আর্থিক সমৃদ্ধি চান তাহলে বাড়িতে নিম্নে উল্লিখিত ৩টি গাছ লাগাতে পারেন। শাস্ত্রের নির্দেশমতো গাছগুলোকে বাড়িতে রোপণ করলে কোনোদিন আর্থিক অভাবের মুখে পড়তে হবে না, উপরন্তু হুহু করে ঢুকবে টাকা। নিম্নে বিস্তারিতভাবে সবটা আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে উপকারী কাছের তালিকা:
১.শমী গাছ: বাস্তুশাস্ত্রে শমী গাছের বিশেষ উল্লেখ রয়েছে। শাস্ত্রে এই গাছের ইতিবাচক দিকের কথা তুলে ধরা হয়েছে। এই গাছ বাড়ির জন্য খুবই শুভ। বাড়িতে সুখ ও সমৃদ্ধি চাইলে এই গাছটিকে বাড়ির প্রধান দরজার কাছে লাগাতে হবে। এমনটা করলে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। ফলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি বজায় থাকে।
২. মানিপ্ল্যান্ট: বাস্তুশাস্ত্রে বাড়িতে মানিপ্ল্যান্টের উপস্থিতিকে শুভ বলে দাবি করা হয়েছে। এই গাছ বাড়িতে লাগালে বাড়িতে মা লক্ষ্মী বাস করেন। এই গাছের উপস্থিতিতে বাড়িতে কোনোদিনই আর্থিক অনটন দেখা দেবে না। এই গাছকে বাড়ির প্রধান দরজার কাছে লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। তবে এই গাছের বেশ ভালো করে যত্ন নিতে হবে। এই গাছের ডাল কখনওই যেন নিম্নমুখী হয়ে না থাকে। প্রয়োজনে গাছের ডালগুলোকে দড়িতে বেঁধে ঊর্ধ্বমুখী করে রাখা যেতে পারে। এমনটা ঠিকমতো করে করলে বাড়িতে সুখশান্তি বজায় থাকে এবং আর্থিক সমৃদ্ধি দেখা দেয়।
৩. কলা গাছ: বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কলা গাছ লাগালে তা বাড়ির জন্য খুবই শুভ। তবে গাছটি বাড়ির পিছনের দিকে লাগাতে হবে। এমনটা করলে বাড়ির সম্পত্তির পরিমাণ বাড়ে। একইসঙ্গে সুখশান্তিও বজায় থাকে।