রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই ৪টি গাছ, রাখুন বাড়ির এই দিকে

Vastu Tips: বাস্তুশাস্ত্রে বাড়ির উত্তরদিক ধন কুবেরের দিক নামে পরিচিত। এই বিশেষ দিকে কিছু গাছ লাগালে বাড়ির সমস্যা দূর হয়, বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেয় এবং বাড়িতে সুখশান্তি বজায় থাকে।…

Advertisements

Vastu Tips: বাস্তুশাস্ত্রে বাড়ির উত্তরদিক ধন কুবেরের দিক নামে পরিচিত। এই বিশেষ দিকে কিছু গাছ লাগালে বাড়ির সমস্যা দূর হয়, বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেয় এবং বাড়িতে সুখশান্তি বজায় থাকে। এই সমস্ত গাছের তালিকাই আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল (Plant Direction Vastu Tips)।

(Vastu Tips) বাস্তুমতে বাড়ির কোনদিকে কোন গাছ লাগানো উচিত?

Vastu Tips

Advertisements

১. মানিপ্ল্যান্ট (Money Plant): বাড়িতে আর্থিক সমৃদ্ধি আকর্ষণ করার ব্যাপারে বাস্তুশাস্ত্রে যে গাছটির সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে, সেটি হল মানিপ্ল্যান্ট গাছ। এই গাছটিকে স্বচ্ছ কাঁচের পাত্রে রাখতে হবে। পাত্রে যেন পর্যাপ্ত জল থাকে খেয়াল রাখতে হবে। এই গাছটিকে উত্তরদিকমুখো করে রাখতে হবে। মানিপ্ল্যান্টের পাতা শুকিয়ে গেলেই দেরি না করে পাল্টে ফেলতে হবে।

Vastu Tips

২. তুলসী গাছ (Tulsi Plant): শাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গাছকে বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। যে স্থানে তুলসী গাছ রাখা হবে, সেই স্থান যেন সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খেয়াল রাখতে হবে। এমনটা করলে বাড়িতে কখনওই আর্থিক অভাব প্রবেশ করবে না।

Vastu Tips

৩. ব্যাম্বু প্ল্যান্ট (Bamboo Plant): বাড়িতে ব্যাম্বু প্ল্যান্ট রাখলে উপকৃত হবে পরিবার। এই প্ল্যান্ট কিন্তু ভারতে জঙ্গলে পাওয়া সাধারণ বাঁশ গাছের চারা নয়। ব্যাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখলে সংসারে সুখশান্তি বজায় থাকে এবং পুরো ঘর আনন্দময় হয়ে ওঠে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।

Vastu Tips

৪. কলা গাছ (Banana Tree): বাড়িতে কলা গাছ রাখলে সৌভাগ্য আসে। এই গাছের উপস্থিতিতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। একইসঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায়। এই গাছটিকে বাড়ির উত্তর দিকে লাগালে বাড়ির আর্থিক অভাব দূর হয়।

[Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে রচিত। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements