Vastu Tips: বাস্তুশাস্ত্রে উত্তর দিকের বিশেষ মহত্ব রয়েছে। এই বিশেষ দিকে কিছু ছোট ছোট গাছ বাড়িতে রাখতে পারলে বাড়িতে হুহু করে টাকা ঢুকতে শুরু করে। উত্তরদিক ধন কুবের দিক বলে পরিচিত। শাস্ত্র অনুযায়ী, এই বিশেষ দিকে ধনকুবের বাস করেন। নির্দিষ্ট নিয়ম মেনে উত্তরদিকে কয়েকটি গাছ লাগালে বাড়িতে হুড়মুড়িয়ে টাকা ঢোকে। নিম্নে এই বিষয়ে সংক্ষিপ্তে আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে উত্তরদিকে যে গাছগুলি রাখলে ঘুচবে অর্থনৈতিক সংকট, রইল তালিকা
১. মানিপ্ল্যান্ট: চুম্বকের মতো টাকা টানে এই গাছটি। এই গাছকে স্বচ্ছ কাঁচের ফুলদানিতে রাখা যেতে পারে। কেউ চাইলে সবুজ বা নীল রঙের বোতলেও রাখতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই গাছের পাতা শুকোলে গাছটিকে আর বাড়িতে রাখা যাবে না। গাছটি পাল্টে ফেলতে হবে।
২. তুলসী গাছ: হিন্দু শাস্ত্রে তুলসী গাছকে মা লক্ষ্মীর অন্যতম রূপ বলা হয়। এই গাছ বাড়ির উত্তরদিকে রোপণ করলে অর্থের আগমন ঘটে। ভুলেও নোংরা হাতে এই গাছটিকে ছোঁয়া যাবে না। একইসঙ্গে এই গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে।
৩. ব্যাম্বু প্ল্যান্ট: এই গাছ বাড়িতে থাকলে সুখশান্তির আগমন ঘটে। বাস্তুশাস্ত্র ও ফেংশুই দুই শাস্ত্রেই ব্যাম্বু প্ল্যান্টের নিয়ে ইতিবাচক কথা লেখা রয়েছে। বাড়ির উত্তরদিকে এই গাছটি রাখলে তা বাড়ির কবচের মতো কাজ করে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং সম্পদে বৃদ্ধি দেখা যায়।
৪. কলা গাছ: ভগবান বিষ্ণুর আশীর্বাদ চাইলে কলা গাছকে ভুললে চলবে না। বাড়িতে কলা গাছ লাগিয়ে সেই গাছের সঠিক পদ্ধতিতে পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। শুধু তাই নয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপাও বর্ষিত হয়। ফলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা যায়। এই গাছটিকে বাড়ির উত্তরদিকে লাগাতে হবে এবং প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে গাছের নিচে প্রদীপ জ্বালাতে হবে।