Vastu Tips: শাস্ত্রে বাড়ির উত্তর দিককে ধনকুবের দিক হিসাবে গণ্য করা হয়। এই বিশেষ দিকে গাছ লাগালে তা বাড়িতে চুম্বকের মতো টাকা আকর্ষণ করে। বাড়ির উত্তরদিকে যে সমস্ত গাছ লাগালে বাড়িতে অর্থের আগমন ঘটবে এবং বাড়িতে কোনো দিনই টাকার অভাব হবে না, সেই তালিকা নিচে পেশ করা হল।
(Vastu Tips) বাস্তুমতে উত্তরদিকে কোন ৫টি গাছ লাগানো উচিত? রইল তালিকা
১. বাঁশ গাছ (Bamboo Plant): ফেংশুই মতে ও বাস্তুমতে বাম্বু প্ল্যান্ট বাড়ির জন্য খুবই শুভ। কাঁচের বাটিতে রেখে বাম্বু প্ল্যান্টটিকে বাড়ির উত্তর দিকে রাখা যেতে পারে। গাছটি খারাপ হয়ে গেলে বদলে ফেলতে হবে। শুকনো বাম্বু প্ল্যান্ট বাড়িতে রাখা যাবে না।
২. তুলসী গাছ (Tulsi Plant): এই গাছটিকে মা লক্ষ্মীর প্রতিরূপ বলা হয়। প্রায় প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই গাছের পুজো করেন এবং এটিকে বাড়িতে রোপণ করেন। এটিকে বাড়ির উত্তর দিকে লাগালে ভালো ফল পাওয়া যাবে। গাছটি বাড়িতে থাকলে সুখশান্তি বজায় থাকে।
৩. মানিপ্ল্যান্ট (Money Plant): চুম্বকের মতো টাকা টানে এই গাছটি। এটি বাড়িতে সৌভাগ্য আনে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। জীবনে টাকার অভাব হয় না।
৪. কমলা গাছ (Mandarin Orange Plant): এই গাছ বাড়ির সদস্যদের বাইরের কু-নজর থেকে রক্ষা করে। পরিবারের সদস্যদের মধ্যেকার পারস্পরিক বন্ধন ভালো হয়। ফলে বাড়িতে সুখশান্তি বজায় থাকে।
৫. কলা গাছ (Banana Plant): এই গাছটিকে উত্তর দিকে লাগালে তা বাড়ির জন্য খুবই শুভ। গাছ লাগিয়ে প্রত্যেকদিন পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে, সঙ্গে মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। ফলস্বরূপ, বাড়িতে আর্থিক অভাব দেখা দেবে না।