রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই 6টি গাছ, লাগান বাড়ির এই দিকে

Vastu Tips: বাড়িতে গাছ লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। একইসঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। বেশ কিছু গাছ আছে যেগুলো বাড়িতে লাগালে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এর মধ্যে কিছু গাছ…

Advertisements

Vastu Tips: বাড়িতে গাছ লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। একইসঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। বেশ কিছু গাছ আছে যেগুলো বাড়িতে লাগালে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এর মধ্যে কিছু গাছ আছে, যেগুলো বাড়ির প্রধান দরজায় লাগালে বাড়িতে অর্থের আগমন ঘটবে। বাস্তুশাস্ত্রে উল্লিখিত সেই সমস্ত গাছের নামই আলোচনা করা হল।

(Vastu Tips) বাস্তুমতে উপকারী গাছের তালিকা:

Vastu Tips

Advertisements

১. বেদানা ও শমী গাছ: বেদনা ও শমী গাছ বাড়ির প্রধান দরজায় লাগালে পরিবারের সদস্যদের সৌভাগ্য আসে। বেদানা গাছকে মূল দরজার ডানদিকে লাগালে বাড়িতে লক্ষ্মী ও ধনকুবেরের আগমন ঘটে। অপরদিকে শমী গাছকে প্রধান দরজার বাঁ দিকে লাগালে বাড়িতে লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। ফলস্বরূপ, বাড়িতে কখনওই টাকার অভাব দেখা যায় না।

Vastu Tips

২. তুলসী গাছ: প্রধান দরজার কাছে তুলসী গাছ লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। এই গাছ বাড়িতে সুখ-সমৃদ্ধি টানে।

Vastu Tips

৩. জুঁই গাছ: এই গাছকে ধন লাভের জন্য শুভ মনে করা হয়। আর্থিক সমৃদ্ধি আকর্ষণ করার পাশাপাশি এটি বাড়িতে ইতিবাচক শক্তিকে টানে। এর মিষ্টি সুগন্ধী মন ভালো করে দেয়। বাড়িতে সুখ সমৃদ্ধি চাইলে এই গাছটিকে বাড়ির প্রধান দরজার কাছে লাগাতে হবে।

Vastu Tips

৪. মানিপ্ল্যান্ট: ধন লাভ করতে চাইলে মানিপ্ল্যান্ট গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই গাছ চুম্বকের মতো টাকা টানে। একইসঙ্গে এই গাছের উপস্থিতিতে বাড়িতে সুখশান্তিও বজায় থাকে।

Vastu Tips

৫. পাম ট্রি: বাস্তুশাস্ত্রে এই গাছটিকে বাড়ির জন্য শুভ বলে মনে করা হয়। এই আকর্ষণীয় গাছের উপস্থিতি বাড়ির সদস্যদের মন ভালো করে দেয়। যার ফলে স্বাস্থ্য ভালো থাকে। পাম ট্রিকে প্রধান দরজার কাছে লাগালে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে।

Vastu Tips

৬. জেড প্ল্যান্ট: এই গাছ ফ্রেন্ডশিপ ট্রি, মানি ট্রি ও গুডলাক ট্রি নামেও পরিচিত। এই গাছকে মূল দরজার কাছে লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। এই গাছের উপস্থিতিতে বাড়ির সদস্যরা এগিয়ে চলার অনুপ্রেরণা পান। ফলস্বরূপ, পরিবারের জীবনে উন্নতি পরিলক্ষিত হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements