রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে অ্যালোভেরা গাছ, লাগান বাড়ির এই দিকে

Vastu Tips: অ্যালোভেরা নানানভাবে মানুষের কাজে লাগে (Aloe Vera Benefits)। রূপচর্চার কাজে তো এর সুনাম আছেই, স্বাস্থ্য ভালো রাখার কাজেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকেই জানেন না, এই গাছের…

Advertisements

Vastu Tips: অ্যালোভেরা নানানভাবে মানুষের কাজে লাগে (Aloe Vera Benefits)। রূপচর্চার কাজে তো এর সুনাম আছেই, স্বাস্থ্য ভালো রাখার কাজেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকেই জানেন না, এই গাছের সঙ্গে বাস্তুশাস্ত্রেরও সংযোগ রয়েছে।

Vastu Tips

Advertisements

বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী বাড়িতে অ্যালোভেরা গাছ লাগালে ধনসম্পদ ভরে যায় বাড়ি (Aloe Vera Vastu Tips)। পরিবারের সদস্যদের সৌভাগ্যের দরজা খুলে যায়। তবে একটি নির্দিষ্ট নিয়ম আছে এই গাছ লাগানোর। সঠিক দিকে এবং উপযুক্ত স্থানে অ্যালোভেরা গাছ লাগালে তবেই বাড়ির সদস্যদের জীবনে সাফল্য আসে। কী কী করতে হবে? এবং বাড়ির কোনদিকে রাখতে হবে? জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।

Vastu Tips (Which Plant is good for home as per Vastu?)

Vastu Tips

বাড়িতে সৌভাগ্য ফেরাতে চাইলে লাগাতে হবে অ্যালোভেরা গাছ। এই গাছের উপকার একাধিক। নিম্নে এই নিয়েই আলোচনা করা হল।
১. বাস্তুশাস্ত্রে অ্যালোভেরা গাছকে শুভ বলে চিহ্নিত করা হয়েছে। এই গাছ সফলতার পথে আসা বাধা দূর করতে সাহায্য করে। ফলে ভালোভাবে কাজ সম্পন্ন হয়।
২. অ্যালোভেরা গাছের উপস্থিতিতে বাড়িতে সৌভাগ্য আসে। ফলে আটকে থাকা বহু কাজ এগোয়।
৩. বাড়িতে এই গাছ থাকলে ইতিবাচক শক্তি আসে। ফলে বাড়ির মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।

(Vastu Tips) অ্যালোভেরা গাছকে বাড়ির কোনদিকে লাগানো উচিত?

১. শাস্ত্র অনুযায়ী, এই গাছ বাড়ির যে কোনো দিকেই লাগানো সম্ভব।
২. তবে কেউ যদি অপেক্ষাকৃত আরও ভালো ফল চান, তাহলে এই গাছটিকে বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন। এমনটা করলে ভালো ফল পাওয়া যায়।
৩. বাড়ির মধ্যে বারান্দা থাকলে অ্যালোভেরা গাছকে সেই বারান্দায় রাখা উচিত। বাগান থাকলে সেখানে রাখলেও উল্লেখযোগ্য ফল পাওয়া যায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements