Vastu Tips: অনেক সময়েই দেখা যায় পরিশ্রম করার পরেও ভালো ফল পাওয়া যায় না। কখনও দেখা যায়, ব্যবসায় বা কাজে মেহেনত করলেও উন্নতি দেখা যায় না। এক্ষেত্রে বাস্তুবিদরা বলেন, বাস্তুশাস্ত্র না মেনে বাড়িতে জিনিসপত্র রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির সদস্যদের ক্ষতির মুখে পড়তে হয়। এইরকমই একটি বিষয় হল আলমারিতে জিনিস রাখা। এমন কিছু জিনিস আছে, যেগুলো আলমারিতে রাখা উচিত নয়, রাখলে আর্থিক অভাব দেখা দিতে পারে। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল (Almirah Vastu Tips)।
কোন কোন জিনিস আলমারির ভেতরে রাখা যাবে না?(Which things we shouldn’t keep inside Almirah?)
১. কালো কাপড় (Black Cloth): বহু মানুষই আলমারির মধ্যে কালো কাপড়ে জিনিস মুড়ে রাখেন। অনেকেই টাকাও রাখেন। বাস্তুশাস্ত্রে কালো কাপড়ে টাকা মুড়ে রাখতে মানা করা হয়েছে। এমনটা করলে সম্পদ হ্রাস হয়, আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
২. ছেঁড়া কাগজ (Torn Paper): কখনওই বাড়িতে আলমারির ভেতরে ছেঁড়া কাগজ রাখতে নেই। এমনটা করলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। যার ফলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে বাড়িতে। এই কাজ করলে বাড়িতে নেতিবাচক শক্তি আসতে পারে।
৩. আয়না (Mirror): বাস্তুশাস্ত্রে আলমারিতে আয়না লাগাতে মানা করা হয়েছে। অনেকেই এটি করে থাকেন। এই কাজটিকে সরাসরিভাবে ভুল পদক্ষেপ বলা হয়েছে। বাস্তুবিদদের মতে, এমনটা করলে বাড়িতে আর্থিক অভাবে দেখা দেবে। তাই আলমারিতে আয়না লাগানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪. সুগন্ধী (Perfume): কোনোভাবেই আলমারির ভেতরে সুগন্ধীর বোতল রাখা যাবে না। বাস্তুশাস্ত্রে এই কাজটি করতে কড়াভাবে মানা করা হয়েছে। বলা হয়েছে, এমনটা করলে বাড়িতে আর্থিক অনটন দেখা দিতে পারে।