রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: অপরাজিতা গাছের এই ছোট্ট টোটকায় কেটে যাবে অর্থভাব, ফিরবে ভাগ্য

Vastu Tips: ধর্মীয় শাস্ত্রে অপরাজিতা ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। সঠিকভাবে এক ফুল ব্যবহার করতে পারলে জীবনে সুখশান্তি বজায়, আর্থিক সমৃদ্ধি আসে। ভগবান বিষ্ণু ও শনিদেব উভয়েরই এই ফুল প্রিয় হওয়ায়…

Advertisements

Vastu Tips: ধর্মীয় শাস্ত্রে অপরাজিতা ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। সঠিকভাবে এক ফুল ব্যবহার করতে পারলে জীবনে সুখশান্তি বজায়, আর্থিক সমৃদ্ধি আসে। ভগবান বিষ্ণু ও শনিদেব উভয়েরই এই ফুল প্রিয় হওয়ায় হিন্দু ধর্মে বিশেষ মান্যতা পায় অপরাজিতা ফুল। কীভাবে ব্যবহার করলে কী উপকার পাওয়া যাবে? সবটাই নীচে আলোচনা করা হল।

Vastu Tips

বাস্তুমতে অপরাজিতা ফুলে কী কী উপকার মেলে?(Benefits of Aparajita Flower as per vastu)

১. নেতিবাচক বাধা দূর করে: নীল অপরাজিতা ফুল ও শনিদেবের এক বিশেষ সংযোগ পাওয়া গিয়েছে। এই ফুলটি শনিদেবের খুবই পছন্দের। তাই অপরাজিতা ফুল দিয়ে মালা তৈরি করে শনিদেবের উদ্দেশ্যে অর্পণ করলে জীবন সুখশান্তি আসে ও আর্থিক সমৃদ্ধি দেখা দেয়। একইসঙ্গে সমস্ত রকমের বাঁধ জীবন থেকে চলে যায়।

Advertisements

Vastu Tips

২. আর্থিক উন্নতি দেখা দেয়: আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চাইলে শিবলিঙ্গে অপরাজিতা ফুল অর্পণ করতে হবে। এই কাজটি মূলত সোমবারে করতে হবে। কারণ, এই দিনটিকে মহাদেবের পুজো করার একদম উপযুক্ত দিন বলে ধরা হয়। এমনটা সম্পূর্ণ ভক্তি সহকারে করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। ফলস্বরূপ, জীবনে আর্থিক উন্নতি দেখা দেয়।

৩. জীবনে সুখশান্তি আসে: জীবনে সুখশান্তি চাইলে নিতে হবে অপরাজিতা ফুলের সাহায্য। প্রত্যেক শনিবারে ৫টি অপরাজিতা ফুল নিয়ে কোনো এক নদীর ধারে যেতে হবে। সেখানে গিয়ে ফুলগুলো একসঙ্গে নদীতে ভাসিয়ে দিতে হবে। এমনটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। ফলস্বরূপ, জীবনে সুখশান্তি বজায় থাকে।

৪. মনের ইচ্ছে পূরণ হয়: ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা দুর্গা ও শনিদেবকর স্মরণ করে অপরাজিতা ফুলের মালা অর্পণ করলে ভালো ফল মেলে। এমনটা করে দেবী-দেবতারা সন্তুষ্ট হন ও মনের ইচ্ছে পূরণ হয়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements