রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে গোলমরিচ, বাস্তুমতে মেনে চলুন এই নিয়ম

Vastu Tips: আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে? হঠাৎই সঞ্চিত থাকা টাকা খরচ হয়ে যাচ্ছে? এই রকম হয়ে থাকলে বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী চলতে পারেন। বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ নিয়মের কথা উল্লেখ করা…

Advertisements

Vastu Tips: আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে? হঠাৎই সঞ্চিত থাকা টাকা খরচ হয়ে যাচ্ছে? এই রকম হয়ে থাকলে বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী চলতে পারেন। বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো মেনে চললে বাড়ির আর্থিক অভাব দূর হয় ও জীবনে অর্থের আগমন ঘটতে দেখা যায়। নিম্নে এই ধরণের কিছু নিয়ম তুলে ধরা হল।

অর্থলাভ করার উপায়:

Advertisements

Vastu Tips

১. লাল ফুল: হিন্দু ধর্মে মা লক্ষ্মী ধন দেবী হিসাবে পূজিত হন। এহেন তাঁকে প্রসন্ন না রাখতে পারলে আর্থিক সমৃদ্ধি কোনোদিনই ঘরমুখো হবে না। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে প্রত্যেকদিন সকালে স্নান করার পরে মা লক্ষ্মীর প্রতিমার সামনে লাল ফুল নিবেদন করতে পারেন। এরপরে দুধ দিয়ে প্রস্তুত মিষ্টির ভোগ দিতে হবে। এটা পালন করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং বাড়িতে আর্থিক উন্নতি দেখা দেবে।

Vastu Tips

২. অশ্বত্থ পাতা: ভগবান হনুমানের কাছে অশ্বত্থ পাতা নিবেদন করতে হবে। এর জন্য অশ্বত্থ পাতা নিয়ে সেটাতে রাম লিখতে হবে। এরপরে এই পাতা হনুমান মন্দিরে রাখলে ধনলাভ হবে। পাতায় যদি মিষ্টি রাখেন, তাহলে তো হঠাৎই ধন লাভ হতে পারে। উল্লেখ্য, রাম লিখিত পাতা কখনওই ভগবান হনুমানের পায়ে নিবেদন করা যাবে না।

Vastu Tips

৩. গোলমরিচ: জীবন থেকে অর্থাভাব দূর না হতে দেখলে হাতে ৫টা গোলমরিচ নিজের মাথার উপরে ঘড়ির কাঁটার গতির দিকে ঘুরিয়ে নিতে হবে। এই ৫টি দানার একটি আকাশের দিকে এবং বাকি চারটি চারদিকে ছুঁড়তে হবে। এমনটা করলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি সঞ্চিত অর্থও বৃদ্ধি পেতে দেখা যাবে।

Vastu Tips

৪. কনকধরা স্তোত্র: আপনি যদি জীবনে ধনলাভ চান, তাহলে কনকধারা স্তোত্র পাঠ করতে পারেন। এতে সৌভাগ্যের পথ প্রশস্ত হবে এবং জীবনে অর্থের আগমন ঘটবে। শ্রদ্ধাভক্তি সহকারে প্রতিদিন পাঠ করতে হবে। তবে প্রত্যেকদিন পাঠ না করা হলেও অন্তত শুক্রবারে অবশ্যই পাঠ করতে হবে। এই স্তোত্র পাঠ করলে জীবনের একাধিক সমস্যা দূর চলে যায়।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements