রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাস্তু শাস্ত্রের এই উপদেশ অনুসারে তৈরি করুন বাড়ি, উপচে পড়বে অর্থ

Vastu Tips: নিজস্ব বাড়ি থাকার স্বপ্ন প্রায় সমস্ত মানুষেরই রয়েছে। বহু মানুষ চোখ খুলেই নিজের বাড়িতে থাকার সুযোগ পেলেও, কিছু মানুষের জীবনের সিংহভাগ ভাড়া বাড়িতেই কেটে যায়। এইরকম বহু মানুষ…

Advertisements

Vastu Tips: নিজস্ব বাড়ি থাকার স্বপ্ন প্রায় সমস্ত মানুষেরই রয়েছে। বহু মানুষ চোখ খুলেই নিজের বাড়িতে থাকার সুযোগ পেলেও, কিছু মানুষের জীবনের সিংহভাগ ভাড়া বাড়িতেই কেটে যায়। এইরকম বহু মানুষ আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে টাকা জমিয়ে বাড়ি তৈরি করেছেন। বাড়ি বানানোর সময় ও সাজানোর সময়ে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়। এরপরে যদি দেখা যায় বাস্তু নিয়ম না মেনে বাড়ি তৈরি করার কারণে বাড়িতে সমস্যা দেখা দিয়েছে, তখন সমস্ত পরিশ্রমই ব্যর্থ মনে হতে শুরু করে।

What are the Vastu Tips for New Home?

Vastu Tips

Advertisements

বাড়ি কীভাবে বানালে বাড়ির সদস্যদের জীবনে সুখ-সমৃদ্ধি দেখা দেবে এবং সমস্যা দূর হবে, সবটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল।

বাস্তুমতে বাড়ি তৈরির পদ্ধতি(Home Building Vastu Tips):

১. সঠিক পরিকল্পনা(Appropriate Plan): বাড়ির তৈরির আগে একটা ভালো পরিকল্পনা তৈরি করতে হবে। প্রত্যেক দিন ও কোণ বিশেষ বার্তা বহন করে। তাই ভেবেচিন্তে দরজা তৈরি বা বাথরুম তৈরির কাজ করতে হবে।

Vastu Tips

২. দরজা(Door): বাড়ির প্রধান দরজা কোনদিকে তৈরি করা হবে, সেটা প্রথমেই ভালো করে চিহ্নিত করতে হবে।

Vastu Tips

৩. বাথরুম(Bathroom): বাথরুম বাড়ির যে কোনো দিকে বানালে চলবে না, নির্দিষ্ট দিকে বানাতে হবে। বহু বাড়িতেই আজকাল অ্যাটাচড বাথরুম দেখা গিয়েছে। তাই বিশেষ করে অ্যাটাচড বাথরুম বানানোর সময়ে বাস্তু নিয়ম বিশেষভাবে খুঁটিয়ে দেখতে হবে। নিষিদ্ধ দিকে বাথরুম নির্মাণ করলে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। তবে এই ত্রুটিগুলো ঠিক করারও উপায় আছে। এর জন্য মহাবাস্তুর সাহায্য নিতে হবে।

৪. ফ্ল্যাটের ডিজাইন: বর্তমানে বহু মানুষই ফ্ল্যাটে থাকতে শুরু করেন। এক্ষেত্রে বাস্তু নিয়ম মেনে বাড়ি নির্মাণ করা সম্ভব নয়। তবে এই পরিস্থিতিতে ফ্ল্যাটের বাস্তু ঠিক করতে চাইলে ফ্ল্যাটের ডিজাইন পরিবর্তন করার প্রয়োজন নেই। বাস্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করলেই অনেকাংশে সমাধান পাওয়া যাবে।

[Disclaimer: এই প্রতিবেদন বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে রচিত। প্রয়োজনে ব্যক্তিগতভাবে বাস্তুবিদদের পরামর্শ নিতে পারেন।]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements