Vastu Tips: হিন্দু ধর্মে বুধবারকে ভগবান গণেশের পুজোর জন্য উৎসর্গ করা হয়েছে। তিনি প্রজ্ঞার দাতা নামে পরিচিত। কেউ ভগবান গনেশকে মঙ্গলকর্তা বলেন, তো কেউ তাঁকে বিঘ্নহর্তা নামে চেনেন। তিনি ভক্তদের জীবন মঙ্গলময় করেন, তাই তিনি মঙ্গলকর্তা। আবার ভক্তদের বিপদ থেকে উদ্ধারও করেন, তাই তিনি বিঘ্নহর্তাও।
শাস্ত্রে বুধবারে ভগবান গণেশের পুজো করার কথা বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী, এই বিশেষ দিনে পুজো করলে ভগবান গণেশ সন্তুষ্ট হন এবং তাঁর আশীর্বাদে ভক্তরা ভালো কাজের সঙ্গে জড়িত হন। প্রত্যেক বুধবারে কোনো ব্যক্তি যদি গণপতির পুজো করেন, তাহলে তাঁর কুণ্ডলীর বুধ গ্রহের দুর্বল অবস্থান ঠিক হয়ে যায়। এই প্রতিবেদনে বুধবারে গণপতি পুজো করার সঠিক পদ্ধতি বর্ণনা করা হল। (What to Offer Lord Ganesha on Wednesday Day?)
বুধবারে গণপতি পূজা করার সঠিক পদ্ধতি:
(How to do Ganesh Puja on Wednesday?)
১. বুধের অবস্থান ঠিক করতে চাইলে ভগবান গণেশের কাছে দুর্বা অর্পণ করতে পারেন।
২. দুর্বার সঙ্গে ধনে বীজ, গুড়, লাড্ডু বা মোদক নিবেদন করলেও ভালো ফল পাওয়া যায়।
৩. সবশেষে ‘ওম ব্রম ব্রীম ব্রম সঃ বুধায় নমঃ’ মন্ত্রটি জপ করতে ভুললে চলবে না। এটা অবশ্যই মনে করে করতে হবে।
(Vastu Tips) শাস্ত্রমতে বুধবারে আরও যা যা করা যেতে পারে:
(What to do on Wednesday according to astrology?)
১. মুখে মৌরি ও পকেটে সবুজ রুমাল রেখে বাড়ি থেকে বের হলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোবে।
২. বুধবারে বৃহন্নলাদের টাকা দান করলে বাড়ির আর্থিক পরিস্থিতি ঠিক হয়। উল্লেখ্য, পরিবর্তে তাঁদের কাছ থেকে একটি মুদ্রা নিতে ভুললে চলবে না। সেই সবুজ কাপড়ে মুড়ে দিয়ে লকারে রাখলে আর্থিক সংকট দূর হয়। চাইলে কয়েনটিকে পুজোর স্থানেও রাখতে পারেন, ভালো ফল পাবেন।