Vastu Tips: বাড়ির পরিবেশ ভালো রাখতে বা বাড়ির ভেতরের সৌন্দর্য্য বৃদ্ধি করতে অনেকেই অনেক রকমের গাছ বাড়িতে বা বাড়ির বাইরে লাগিয়ে থাকেন। কিছু গাছ শুভ শক্তির সঞ্চার করে বাড়িতে। তবে এর মধ্যেই কিছু গাছ অশুভ বার্তাও বয়ে আনে। আপনি যদি এই গাছগুলোর ব্যাপারে না জেনে ভুলবশত বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে রাখেন, ঘোর বিপদ নেমে আসতে পারে আপনার পরিবারের সদস্যদের জীবনে। তাই বাড়ির পরিবেশ ভালো রাখতে কোন গাছগুলো বাড়ির আশেপাশেও থাকা উচিত নয় তা জানতে চাইলে পড়ে ফেলুন এই বিশেষ প্রতিবেদন। (Which Tree is considered to be a bad omen?)
কোন গাছ বাড়িতে রাখা উচিত নয়? (Which tree is not good for home according to Vastu ?)
১. বাবলা গাছ (Babul Tree): এই গাছের ভেষজ গুণ থাকলেও বাস্তুমতে গাছটি বাড়ির জন্য অশুভ। বাড়ির ভেতরে তো দূরের কথা, এই গাছ যদি বাড়ির আশেপাশেও দেখা যায়, তা বাড়ির জন্য ভালো নয় বলে জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে। বাবলা গাছে কাঁটা থাকার কারণেই বাস্তুশাস্ত্রে এই গাছকে কেন্দ্র করে নেতিবাচক বর্ণনা করা হয়েছে। এই গাছ বাড়িতে থাকলে বিবাদ দেখা দিতে পারে। অশান্তির আবহ তৈরি হতে পারে বাড়িতে।
২. মেহেদি গাছ (Mehedi Tree/ Henna Tree): মেহেদি গাছে অশুভ আত্মা আশ্রয় নেয়। তাই এই গাছ বাড়ির অন্দরে বা বাইরে কোথাও লাগানো উচিত নয়। এই গাছের উপস্থিতিতে নেতিবাচক শক্তি ঢোকে বাড়িতে।
৩. শুকনো গাছ (Dried Tree): সবুজাভ গাছ সুখ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনে। এর বিপরীতে শুকনো গাছ বাড়িতে নেতিবাচক শক্তি টানে। কোনো শুকনো গাছ বাড়িতে থাকলে তা বাড়ির সদস্যদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এই জাতীয় গাছের উপস্থিতিতে মা লক্ষ্মী রুষ্ট হন। ফলে বাড়িতে আর্থিক অভাব সহ নানান রকমের সমস্যা দেখা দেয়।
৪. তেঁতুল গাছ (Tamarind Tree): তেঁতুলের টক স্বাদের কারণে এই গাছও বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে না থাকলেই ভালো। এই গাছে নেতিবাচক শক্তি থাকে। কোন ফাঁকা জমিতে তেঁতুল গাছ থাকলে, সেই জমিতেও বাড়ি তৈরি করতে মানা করা হয়েছে বাস্তুশাস্ত্রে। এই গাছ আশেপাশে থাকলে তা বাড়ির সদস্যদের জীবনে দুঃখ সৃষ্টির কারণ হতে পারে।
৫. কার্পাস গাছ (Cotton Plant): বাড়ির ভেতরটা সাজানোর জন্যে অনেকেই কার্পাস গাছ লাগান। এই গাছের দ্বারা বাড়ির বাইরের ধুলোবালি আকর্ষিত হয়। গাছটিকে বাড়ির জন্য অশুভ বলা হয়েছে শাস্ত্রে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি আসে। দারিদ্রতা টানে এই গাছ। তাই এই গাছটিকে বাড়িতে কোনোভাবেই লাগানো যাবে না।