রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: পথের ভিখারি বানিয়ে দেয় এই ৫টি গাছ, ভুল করেও বাড়িতে লাগাবেন না

Vastu Tips: অনেকেই বাড়িতে গাছ লাগাতে ভালোবাসেন। কেউ বাড়ির বাগানে, কেউ টবে তো কেউ ছাদে গাছ লাগিয়ে থাকেন। কিছু গাছ বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় রাখলেও, বেশ কয়েকটি গাছ বাড়িতে নেতিবাচক…

Advertisements

Vastu Tips: অনেকেই বাড়িতে গাছ লাগাতে ভালোবাসেন। কেউ বাড়ির বাগানে, কেউ টবে তো কেউ ছাদে গাছ লাগিয়ে থাকেন। কিছু গাছ বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় রাখলেও, বেশ কয়েকটি গাছ বাড়িতে নেতিবাচক শক্তি টানে। ভুলেও এই গাছগুলো বাড়িতে লাগানো যাবে না, নইলে ঘনিয়ে আসতে পারে বড়ো ধরণের বিপদ। নিম্নে এই ধরণেরই ৫টি গাছ নিয়ে আলোচনা করা হল।

(Vastu Tips) বাস্তুমতে ৫টি গাছের উপকারিতা:

Vastu Tips

Advertisements

১. ক্যাকটাস: এই গাছ কাঁটায় পূর্ণ হওয়ায় এটি লাগাতে মানা করা হয়। দাবি করা হয়, এই গাছ বাড়ির ভেতরে লাগালে জীবনে নানান কাজে বাধা আসতে পারে। বাড়িতে ঝগড়া-বিবাদ বাড়তে পারে, এমনকি মনে হতাশাও ঘিরে ধরতে পারে। একইসঙ্গে দেখা দিতে পারে আর্থিক অভাবও।

Vastu Tips

২. কুল: খুল খেতে বেশ মজা লাগে। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, এই সুস্বাদু কুলের গাছই আবার বাড়ির জন্য খারাপ। কুল গাছে কাঁটা থাকায় এটি বাড়ির বাস্তুর জন্য ভালো নয় বলে দাবি করা হয়। এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি আসে। ফলস্বরূপ, জীবনে নানান কাজে বাধার সম্মুখীন হতে হয়।

Vastu Tips

৩. বনসাই: অনেকেই বাড়িতে বনসাই গাছ লাগাতে ভালোবাসেন। তবে জানিয়ে রাখি, এই গাছ বাড়িতে লাগানো উচিত নয়, এমনটাই লেখা আছে বাস্তুশাস্ত্রে। এই গাছের উপস্থিতি প্রগতির পথে বাধা সৃষ্টি করে। এই গাছটিকে খোলা বাগানে অবশ্যই রাখা যেতে পারে, তবে বাড়ির ভেতরে কোনোভাবেই রাখা যাবে না।

Vastu Tips

৪. আমলা ও লেবু: এই ফলগুলো পুষ্টিকর হওয়ায় ডাক্তারেরা খেতে বলেন। কিন্তু, বাস্তুশাস্ত্রে এই গাছ বাড়িতে লাগানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ফলগুলোর স্বাদ টক হওয়ায় তা জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে ঝগড়া-বিবাদ শুরু হতে পারে, পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হতে পারে।

Vastu Tips

৫. বাবলা: এইগাছ আয়ুর্বেদে ‘মহৌষধী’ হিসাবে পরিচিত। এর উপাদান ব্যথা সহ অন্যান্য সমস্যা দূর করতে সাহায্য করে। তবে বাস্তুমতে, এই গাছ বাড়ির ভেতরে লাগানো যাবে না। বাবলা গাছে কাঁটা থাকায় তা বাড়িতে নেতিবাচক শক্তি ডেকে আনে। তবে এই গাছ বাড়ির বাইরে লাগালে কোনো সমস্যা নেই।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements