রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: পথের ভিখারি বানিয়ে দেয় এই ৫টি গাছ, ভুলেও বাড়িতে লাগাবেন না

Vastu Tips: গাছ লাগানোর কাজ খুবই ভালো কাজ। জায়গা ও সুযোগ উপলব্ধ থাকলে অবশ্যই গাছ লাগানো উচিত ও পরিচর্যা করা উচিত। তবে বাস্তুশাস্ত্র মতে কিছু গাছ বাড়িতে লাগানো উচিত নয়।…

Advertisements

Vastu Tips: গাছ লাগানোর কাজ খুবই ভালো কাজ। জায়গা ও সুযোগ উপলব্ধ থাকলে অবশ্যই গাছ লাগানো উচিত ও পরিচর্যা করা উচিত। তবে বাস্তুশাস্ত্র মতে কিছু গাছ বাড়িতে লাগানো উচিত নয়। উক্ত গাছগুলো লাগলে বাড়ির সদস্যদের ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হতে পারে। নিম্নে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

এই গাছগুলো ভুলেও বাড়িতে লাগাবেন না:

Advertisements

Vastu Tips

১. খেজুর গাছ: খেজুর খুবই পুষ্টিকর ফল। গাছপাকা খেজুর খেতেও বেশ সুস্বাদু। আর এই খেজুরের জন্য অনেকে বাড়িতে খেজুর গাছ পুঁতে থাকেন। জানিয়ে রাখি বাস্তুশাস্ত্রে এই গাছ পোঁতায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শাস্ত্রমতে, এই গাছ বাড়িতে থাকলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটের মুখে পড়তে পারে।

Vastu Tips

২. তাল গাছ: তালশাঁস বা তালের বড়া খেতে অনেকেই ভালোবাসেন। এই লোভে অনেকেই বাড়িতে তালগাছ লাগাতে যান। কিন্তু এই গাছ বাড়িতে ভুলেও লাগাবেন না। দেবী লক্ষ্মীর বাস তালগাছে থাকে না, তাই এই গাছ বাড়িতে রাখলে আর্থিক অভাব দেখা দিতে পারে। এই গাছ নেতিবাচক শক্তি টানে। এটি বাড়ির সদস্যদের ক্ষতিও করতে পারে।

Vastu Tips

৩. তেঁতুল গাছ: এই গাছ ভুলেও বাড়িতে পুঁততে যাবেন না। বাড়িতে এই গাছ থাকলে পরিবারের সদস্যদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। অনেকেরই দাবি এই গাছ বাড়িতে অশুভ আত্মাকে আকর্ষণ করে। বাড়ির সদস্যদের স্বাস্থ্যও প্রভাবিত হতে পারে।

Vastu Tips

৪. মাদার গাছ: এই গাছের উপস্থিতিতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে। তাই, এই গাছ বাড়িতে পোঁতা যাবে না। খোলামেলা জায়গায় পোঁতা যেতে পারে, কিন্তু বাড়িতে নয়।

Vastu Tips

৫. অশ্বত্থ গাছ: মন্দিরে অশ্বত্থ গাছ থাকতে দেখে অনেকেই বাড়িতে অশ্বত্থ গাছ লাগাতে যান এবং এখানেই ভুল করেন। বাস্তুশাস্ত্রে এই গাছটিকে বাড়িতে পোঁতায় মানা করা হয়েছে। যদি বাড়ির উঠোনে এই গাছকে নিজে থেকে মাথা তুলে দাঁড়াতে দেখা যায়, তাহলে উপড়ে ফেলতে হবে। নইলে পরিবারের ক্ষতি হতে পারে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements