Vastu Tips: বাস্তুশাস্ত্রে নানান রকমের গাছের উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কোনো গাছ বাড়িতে উন্নতি নিয়ে আসে, সমৃদ্ধি ঘটায়। আবার কোনো গাছ বাড়ির সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটায় ও আর্থিক সংকট ডেকে আনে। আজকের এই প্রতিবেদনে এমন কিছু গাছের নাম তুলে ধরা হল, যেগুলো বাড়িতে থাকলে ভালো তো হবেই না, উল্টে বাড়ির সদস্যদের বিপদ ডেকে আনতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত গাছের তালিকা, যেগুলো ভুলেও বাড়িতে রোপণ করা যাবে না।
(Vastu Tips) বাস্তুমতে এই ৮টি গাছ ভুল করেও বাড়িতে লাগাবেন না, রইল তালিকা:
১. ক্যাকটাস: কাঁটাযুক্ত গাছ না লাগানোর পরামৰ্শ দিয়েছেন বাস্তুবিদরা। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই গাছ বাড়ির সদস্যদের জীবনে বাধার সৃষ্টি করে। আর তাই, বাড়ির অন্দরে ক্যাকটাস লাগানো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে।
২. বনসাই: এই গাছ নিজের আকর্ষণীয় রূপের কারণে অনেকেরই প্রিয়। কিন্তু অনেকেই জানেন না, বাস্তুশাস্ত্রে এই গাছ না লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই গাছ পরিবারের সদস্যদের উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে।
৩. তেঁতুল: বাড়িতে এই গাছ উপস্থিত থাকলে ঝগড়া-বিবাদ বাড়ে। তাই, বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে রোপণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
৪.মেহেদি: এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তির বাস হবে বাড়িতে। বাড়িতে নেতিবাচক শক্তির আগমন ঘটে, যা বাড়িতে অশান্তির সৃষ্টি করে।
৫. খেজুর: বাড়িতে এই গাছের উপস্থিতি আর্থিক অনটন ডেকে আনতে পারে। একইসঙ্গে বাড়ির বাসিন্দাদের জীবনে নানান রকমের সমস্যা আসতে পারে বাড়িতে খেজুর গাছ থাকলে।
৬. লঙ্কা: লঙ্কার স্বাদ ঝাল হওয়ায় এই গাছ বাড়িতে লাগাতে মানা করেছেন বাস্তুবিদরা। এই গাছের উপস্থিতিতে বাড়িতে বিবাদ বাড়তে পারে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে।
৭. বাবলা: আয়ুর্বেদ অনুসারে বাবলা গাছ নানান রোগের চিকিৎসা করতে পারলেও, বাস্তুশাস্ত্রে এই গাছ বাড়িতে না লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাস্তুমতে, এই গাছ কাঁটাযুক্ত হওয়ার কারণে বাড়িতে লাগানো উচিত নয়।
৮. কুল: মিষ্টি ও টক স্বাদ সম্পন্ন কুল বহু মানুষেরই প্রিয়। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই গাছও কাঁটাযুক্ত হওয়ায় বাড়িতে লাগানো উচিত নয়।