রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: অর্থক্ষতি থেকে মৃত্যু, সবই হতে পারে, ভুলেও বাড়িতে লাগাবেন না এই গাছগুলি

Vastu Tips: বহু মানুষ বাড়ির আশেপাশে গাছ লাগাতে পছন্দ করেন। গাছ লাগালে যেমন মন ভালো থাকে, তেমনই পরিবেশও আরও বিশুদ্ধ হয়ে ওঠে। হিন্দু ধর্মে গাছের নানান পরিচয় রয়েছে। কোনো গাছ…

Advertisements

Vastu Tips: বহু মানুষ বাড়ির আশেপাশে গাছ লাগাতে পছন্দ করেন। গাছ লাগালে যেমন মন ভালো থাকে, তেমনই পরিবেশও আরও বিশুদ্ধ হয়ে ওঠে। হিন্দু ধর্মে গাছের নানান পরিচয় রয়েছে। কোনো গাছ পবিত্র হিসাবে পূজিত হয়, আবার কোনো গাছকে শুভ হিসাবে গণ্য করা হয়। এই সমস্ত গাছ যদি বাড়ির উঠোনে উপস্থিত থাকে, তাহলে তা পরিবার ও বাড়ির জন্য কল্যাণকর হবে বলে দাবি করা হয়।

Vastu Tips

Advertisements

তবে এই দুনিয়ায় এমন কিছু গাছও আছে, যেগুলো থাকলে বাড়িতে অশুভ শক্তির আগমন ঘটতে পারে বলে দাবি করা হয়। এর উল্লেখ হিন্দু ধর্মশাস্ত্রেও রয়েছে। কিছু গাছ দেখতে সুন্দর হওয়ায় তা মনুষ্য গৃহে ঠাঁই পায়, কিন্তু এই গাছের নেতিবাচক বৈশিষ্ট্যের কারণে আবার বাড়ির ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। তাই বাড়িতে লাগানোর জন্য গাছ নির্বাচন করার থাকলে বাস্তুশাস্ত্র মতে সব জেনে বুঝে নিয়েই গাছের চয়ন করা উচিত।

Vastu Tips

বাস্তুবিদদের মতে, এমন কিছু গাছ আছে, যেগুলোতে আত্মা বাসা বাঁধার সম্ভাবনা থাকে। সেই সমস্ত গাছ বাড়ির উঠোনে লাগানো উচিত নয়। এই তালিকায় সবার প্রথমেই থাকতে দেখা যায় অশ্বত্থ, বট, কাঁটা গাছ, লাল ফুলের গাছ প্রভৃতি। এই গাছগুলো অগ্নিকোণে বাড়িতে লাগালে বাড়ির কোনো সদস্যের মৃত্যুও ঘটে যেতে পারে। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব কোণ হিন্দু শাস্ত্রে অগ্নিকোণ নামে পরিচিত।

Vastu Tips

একইসঙ্গে যে সমস্ত গাছ থেকে সাদা আঠালো তরল বস্তুর মতো বেরোয়, সেগুলোও বাড়িতে লাগানো উচিত নয়। এই গাছ বাড়িতে লাগলে অর্থাভাব ঘটার সম্ভাবনা থাকে। বাড়িতে কণ্টকযুক্ত গাছও না লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই গাছ বাড়িতে লাগালে শত্রু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements