Vastu Tips: অনেকেই শখ করে বাড়িতে ক্যাকটাস গাছ লাগান। ঘর সাজানোর জন্য অনেকেই ক্যাকটাস গাছ বাড়ির ভেতরে রাখেন। বাস্তুশাস্ত্রে এই গাছ বাড়িতে রাখতে মানা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পিছনে বেশ কিছু কারণও দর্শানো হয়েছে। নিম্নে এই সব কিছুই বিস্তারে বর্ণনা করা হল (Cactus Vastu tips)।
বাড়িতে কোন গাছটি রাখা উচিত নয়?(Which plant we should not keep at home as per vastu?)
যে গাছটি কখনওই বাড়িতে রাখা উচিত নয়, সেটি হল ক্যাকটাস (Cactus)।
বাড়িতে ক্যাকটাস রাখা উচিত নয় কেন?(why we should not keep cactus in our home as per vastu?)
১. ক্যাকটাস গাছের উপস্থিতিতে বাড়িতে অশান্তি দেখা দেয়।
২. এই গাছ বাড়িতে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বেড়ে যায়। ফলে বাড়ির শান্তি বিঘ্নিত হয়।
৩. অনেকেই এই গাছ বাড়িতে টিভির সামনে রেখে থাকেন। জানিয়ে রাখি, বাস্তুশাস্ত্রে এমনটা করতে মানা করা হয়েছে। বলা হয়েছে এই কাজ করলে বাড়িতে আর্থিক অনটন দেখা দিতে পারে।
৪. ক্যাকটাস গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি আসে, যার ফলে বাড়িতে বসবাসকারী পরিবারের জীবন প্রভাবিত হয়।
এই সমস্ত কারণেই বাড়িতে ক্যাকটাস গাছ লাগাতে মানা করা হয়।
বাড়িতে কীভাবে রাখবেন ক্যাকটাস গাছ?(How we should keep cactus in our home as per vastu?)
১. বাড়ির ভেতরে না রাখলেও বাড়ির বাইরে বা ছাদের উপর রাখা যেতে পারে।
২. সূর্যালোক ভালোভাবে পাবে, এমন জায়গায় গাছটিকে রাখতে হবে।
৩. খোলামেলা পরিবেশে রাখতে হবে, যেখানে এটি পর্যাপ্ত আলো-বাতাস পায়।
৪. ২০-৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছের জন্য সবচেয়ে উপযুক্ত।
৫. ১০-১২ দিন অন্তর জল দিতে হবে। বেশি নয়, অল্প জল দিলেই হবে।