রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: ধ্বংস হতে পারে সংসার, ভুলেও বাড়িতে লাগাবেন না এই গাছ

Vastu Tips: প্রায় প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ থাকে। কেউ ভেষজ গুণের কারণে রাখেন, তো কেউ ধর্মীয় বিশ্বাসে। হিন্দু শাস্ত্রমতে, বাড়িতে তুলসী (Tulsi Vastu Tips) গাছ থাকলে মা লক্ষ্মী প্রসন্ন হন।…

Advertisements

Vastu Tips: প্রায় প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ থাকে। কেউ ভেষজ গুণের কারণে রাখেন, তো কেউ ধর্মীয় বিশ্বাসে। হিন্দু শাস্ত্রমতে, বাড়িতে তুলসী (Tulsi Vastu Tips) গাছ থাকলে মা লক্ষ্মী প্রসন্ন হন। ফলে বাড়িতে সুখশান্তি বাস করে এবং নেতিবাচক শক্তি ভুলেও প্রবেশ করতে পারে না। তবে এক বিশেষ প্রকারের তুলসী গাছ আছে, যেটা কখনওই বাড়িতে লাগানো উচিত নয়। নাম কী? জানতে হলে পড়তে হবে এই বিশেষ প্রতিবেদন।

Vastu Tips

(Vastu Tips) কোন তুলসী গাছ বাড়িতে লাগানো উচিত নয়?

বনতুলসী গাছ বাড়িতে লাগানো উচিত নয়।

Advertisements

(Vastu Tips) বাড়িতে বনতুলসী গাছ লাগানো উচিত নয় কেন?

১. শাস্ত্র অনুযায়ী, বাড়িতে বনতুলসী থাকলে নেতিবাচক শক্তি বজায় থাকে।
২. নেতিবাচক শক্তির উপস্থিতির কারণে বাড়িতে নানান রকমের সমস্যা তৈরি হতে পারে।
● পরিবারে ঝগড়া বাড়তে পারে: বাড়িতে বনতুলসী গাছ থাকলে পরিবারে বিবাদ দেখা দিতে পারে। যার ফলে অশান্তির সৃষ্টি হতে পারে এবং বাড়ি থেকে শান্তি বিদায় নিতে পারে। একইসঙ্গে কাজে বাধার সৃষ্টি হতে পারে।
● বাস্তুদোষ হতে পারে: বাড়িতে বনতুলসী গাছের উপস্থিতিতে বাস্তুদোষ(Vastu Tips) দেখা দিতে পারে। রাহুর দশা খারাপ হওয়ার কারণে বাড়ির সন্তানের ভবিষ্যৎ প্রভাবিত হতে পারে।

Vastu Tips

তুলসী গাছ কোন দিকে লাগানো উচিত?(In which direction we should place tulsi plant?)

১. শাস্ত্রে বাড়িতে তুলসী গাছের উপস্থিতিকে অত্যন্ত শুভ বলে চিহ্নিত করা হয়েছে।
২. শাস্ত্র অনুযায়ী, এটি বাড়িতে লাগালেই তা বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি করে।
৩. এটিকে বাড়ির যে কোনো দিকে লাগানো যাবে, শুধুমাত্র একটি বিশেষ দিক বাদে।

Vastu Tips

(Vastu Tips) বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগানো যাবে না?

১. তুলসী গাছ কখনওই বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে লাগানো যাবে না।
২. দক্ষিণ-পূর্ব দিককে শাস্ত্রে অগ্নিকোণ বলা হয়। এই কারণে এই বিশেষ কোণে তুলসী গাছ লাগাতে মানা করা হয়েছে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements