Vastu Tips: বাড়িতে গাছের উপস্থিতি নানান রকমের শক্তি আকর্ষণ করে। কোনো গাছ ইতিবাচক শক্তি টানে, তো কোনো গাছ নেতিবাচক শক্তিকে বাড়িতে প্রবেশ করায়। বেশ কিছু গাছ বাড়ির সুখশান্তি ধংস করে দেয়, একইসঙ্গে প্রভাবিত করে আর্থিক সমৃদ্ধিও। বাস্তুশাস্ত্রে পাওয়া গেছে এই সমস্ত নেতিবাচক শক্তি আকর্ষণকারী গাছের নাম। আজকের প্রতিবেদনে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
(Vastu Tips: বাস্তুমতে কোন গাছগুলি বাড়িতে কখনওই লাগাতে নেই
১. কার্পাস গাছ: এটি আসলে তুলোর গাছ। এই গাছটিকে কখনওই বাড়িতে লাগানো উচিত নয়। পরিবারের খুশি ধ্বংস করে দেয় এই গাছ।
২. বাবুল গাছ: বাড়ির ভেতরে বা বাইরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়। সেটা ক্যাকটাস হোক বা বাবুল গাছ। এই গাছ বাড়ির বাসিন্দাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। বাড়িতে বিবাদের সৃষ্টি হয়।
৩. মেহেন্দি গাছ: এই গাছ আশেপাশের পরিবেশে সুমিষ্ট হালকা গন্ধ ছড়াতে থাকে। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ অশুভ। এই গাছ নেতিবাচক শক্তি টানে এবং বাড়িতে দুঃখ ও সমস্যার আগমন ঘটে।
৪. কুল গাছ: বাড়ির ভেতরে বা বাড়ির সামনে কখনওই কুল গাছ লাগানো উচিত নয়। এই গাছের উপস্থিতিতে কাজে বাধা আসে এবং বাড়িতে নেতিবাচক শক্তি আসে।
৫. লেবু গাছ: বাড়িতে লেবু থাকলে তা অশুভ বলে ধরা হয়। বাড়িতে এই গাছ থাকলে অশান্তি বাড়ে ও পারস্পরিক সম্পর্ক খারাপ হয়।
৬. তেঁতুল গাছ: এই গাছ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। তাই এই গাছ বাড়িতে লাগানো উচিত নয়। তবে সার্বজনিক স্থান যেমন মন্দির চত্বর, বাগান বা রাস্তার ধারে এই গাছ লাগানো যেতে পারে।