Vastu Tips: বাস্তুশাস্ত্রে বিশ্বাস রয়েছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। বাস্তুবিদদের মত অনুযায়ী, বেশ কিছু গাছ আছে, যেগুলো থাকলে বাড়িতে টাকা হুড়মুড়িয়ে ঢোকে এবং বাড়িতে শান্তি বজায় থাকে। আজকের প্রতিবেদনে এই ধরণেরই ৭টি গাছের নাম ও তাদের উপকারিতার কথা উল্লেখ করা হল (Plant Vastu Tips)।
(Vastu Tips) কোন কোন গাছ বাড়িতে লাগানো উচিত?
১. লজ্জাবতী গাছ (Mimosa Tree): এই গাছ বাড়িতে থাকলে দারিদ্রতা দূর হয়। মহাদেবের কাছে প্রত্যেক সোমবার এই গাছের ফুল নিয়ে পুজো করলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। ফলে বাড়িতে শান্তি বজায় থাকে এবং সমৃদ্ধি দেখা দেয়।
২. ক্রাসুলা ওভাটা (Crassula Ovata): এই গাছটিকে বাড়ির মূল দরজার কাছে লাগানো যেতে পারে। এটি বসার রুমেও রাখা যায়। এই গাছের উপস্থিতিতে পরিবারের সদস্যদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এই গাছটিকে ভুলেও দক্ষিণ দিকে লাগানো যাবে না।
৩. স্নেক প্ল্যান্ট (Snake Plant): এই গাছটিকে বাড়ির দক্ষিণ দিকে, দক্ষিণ-পূর্ব দিকে বা পূর্ব দিকে লাগালে বাড়ির সদস্যদের জীবনে উন্নতি দেখা দেয়। পড়ার জায়গার আশেপাশে রাখলে পড়ুয়ারা উপকৃত হয়।
৪. ডালিম গাছ (Pomegranate): এই গাছটিকে বাড়ির মূল দরজার ডানদিক করে লাগালে পরিবারের জীবনে সৌভাগ্য আসে। বাড়ির সদস্যদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।
৫. কলা গাছ (Banana Tree): নারায়ণের অন্যতম প্রিয় গাছ হল কলা গাছ। বাড়িতে এই গাছ থাকলে মা লক্ষ্মী খুশি হন। তাই, বাড়িতে কলা গাছ লাগালে সুখসমৃদ্ধির বৃষ্টি হয়।
৬. বেল গাছ (Bael Tree): বেল গাছের উপস্থিতিতে বাড়ির আর্থিক সম্পদ ফুলেফেঁপে ওঠে। এই গাছটিকে বাড়ির প্রধান দরজার ডানদিকে লাগানো যেতে পারে। বেল গাছ মহাদেবের প্রিয় একটি গাছ। তাই এর উপস্থিতিতে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে।
৭. মানিপ্ল্যান্ট (Money Plant): বাড়িতে এই গাছ থাকলে টাকা পয়সার অভাব হয় না। বাস্তুশাস্ত্রে এই গাছটিকে শুভ বলে চিহ্নিত করা হয়েছে। এই গাছ বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে লাগানো উচিত।