রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই 3টি গাছ, রাখুন ঘরের এই দিকে

Vastu Tips: গাছ মানুষের বহু কাজে লাগে। মানুষের জীবনের নানান চাহিদা মেটায় গাছ। অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে আসবাবপত্র, খিদে মেটানোর কাজ থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সহ…

Advertisements

Vastu Tips: গাছ মানুষের বহু কাজে লাগে। মানুষের জীবনের নানান চাহিদা মেটায় গাছ। অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে আসবাবপত্র, খিদে মেটানোর কাজ থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ। বাস্তুমতে বেশ কিছু গাছ আছে, যেগুলো বাড়িতে সুখ-সমৃদ্ধি আনতেও সাহায্য করতে পারে। বাড়িতে অর্থ টানতে কোন গাছ লাগানো উচিত? নিম্নে আলোচনা করা হল (Plant Vastu Tips)।

কোন কোন গাছ বাড়িতে লাগানো উচিত?(Which Plant we should place in home?)

Vastu Tips

Advertisements

১. মানিপ্ল্যান্ট (Money plant): এই গাছ আপনার ভাগ্য বদলে ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই গাছের উপকারিতা একাধিক। এই গাছ টাকাপয়সাকে চুম্বকের মতো টানে। এই গাছ বাড়িতে থাকলে আর্থিক অভাব দেখা দেবে না কোনোদিন। একইসঙ্গে জীবনে আগে থেকে আর্থিক অভাব থাকলেও, তা দূর করতে সাহায্য করে মানিপ্ল্যান্ট। এই গাছ বাড়ির যেদিকে-সেদিকে রাখলে চলবে না। নির্দিষ্ট দিকে রাখতে হবে। এই গাছটিকে বাড়িতে রাখার সবচেয়ে উত্তম দিক হল দক্ষিণ-পূর্ব দিক। এই বিশেষ দিকে লাগালে সম্পদের বৃদ্ধি দেখা দেবে। কারণ, এই দিকটি গণপতির দিক নামে পরিচিত। শুক্র এই দিকের প্রতিনিধিত্ব করে।

Vastu Tips

২. ক্র‍্যাসুলা ওভাটা (Crassula Ovata): এটি বহু জায়গায় জেড প্ল্যান্ট নামেও পরিচিত। এই গাছ বাড়ির জন্য খুবই উপকারী। কারণে এই গাছের উপস্থিতিতে বাড়িতে ইতিবাচকতা বৃদ্ধি পায়। এটি মূলত বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে। এই গাছ বাড়িতে থাকলে টাকা আসে বাড়িতে বসবাসকারী সদস্যদের জীবনে।

Vastu Tips

৩. শমী গাছ (Shami Plant): এই গাছ বাস্তুশাস্ত্রে শুভ গাছ বলে পরিচিত। এই গাছের উপস্থিতিতে একাধিক উপকার পেয়ে থাকেন বাড়ির সদস্যরা। এই গাছের উপস্থিতিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে সুখশান্তি বজায় থাকে এবং আর্থিক সমৃদ্ধি দেখা দেয়। এই গাছের উপকার পেতে গাছটিকে বাড়ির প্রধান দরজার ঠিক বাঁ দিকে লাগাতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements