Vastu Tips: পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষ চান যে তাঁর বাড়ি খুশিতে ভরে উঠুক, সমস্ত দুঃখ-সমস্যা দূর হয়ে যাক, সবার স্বাস্থ্য ভালো থাকুক। এছাড়াও জীবনে একভাবে আর্থিক সমস্যার মুখে পড়ে থাকলে বা কর্মজীবনে আর্থিক উন্নতি দেখা না দিলে মানুষ জীবনে সুখসমৃদ্ধি চেয়ে থাকেন এবং আর্থিক অনটন দূর করার উপায় খুঁজতে থাকেন। বাস্তুশাস্ত্র মতে, এমন কিছু গাছ আছে যেগুলো বাড়িতে লাগালে টাকা বাড়ির প্রতি চুম্বকের মতো আকর্ষিত হবে। নিম্নে এই ধরণেরই ৩টি গাছের নাম তুলে ধরা হল (Plant Vastu Tips)।
সুখ সমৃদ্ধি আনতে বাড়িতে যে গাছগুলো লাগাতে হবে(Which Plant is good for home as per vastu?):
১. শমী গাছ (Shami Plant): বাস্তুশাস্ত্রে শমী গাছকে খুবই শুভ বলে দাবি করা হয়েছে। এই গাছ বাড়িতে থাকলে একাধিক উপকার পাওয়া যায়। তবে গাছটিকে নির্দিষ্ট দিকে রাখলে আরও ভালো ফল মেলে। এই গাছটিকে মূলত বাড়ির প্রধান দরজার বাঁ দিকে লাগাতে হবে। এমনটা করলে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। ফলে বাড়ির সদস্যদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে দেখা যায়। এই গাছ বাড়িতে ইতিবাচক শক্তি ডেকে আনে।
২. মানিপ্ল্যান্ট (Money Plant): বাস্তুশাস্ত্রে মানিপ্ল্যান্টকেও খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ থাকলে মা লক্ষ্মীর বাস করেন। বাড়িতে টাকা টেনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানিপ্ল্যান্ট গাছ। ভালো ফল পেতে চাইলে এটিকে বাড়ির প্রধান দরজায় রাখতে হবে। এই গাছের ডাল মাটিতে পড়তে দেওয়া যাবে না। প্রয়োজনে দড়ি বেঁধে ঊর্ধ্বমুখী করে রাখতে হবে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে।
৩. কলা গাছ (Banana Tree): এই গাছ বাড়ির পিছনের দিকে লাগালে তা বাড়ির জন্য খুবই ভালো। এই গাছের উপস্থিতিতে বাড়িতে সুখ বজায় থাকে এবং সম্পদ বৃদ্ধি পায়।