Vastu Tips: একটি পরিবারে নানান রকমের ঘটনা ঘটে থাকে। কখনও কর্মজীবনে অশান্তি দেখা যায়, আবার কখনও বাড়িতে কলহ সৃষ্টি হতে দেখা যায়। কখনও মানুষের রোগ ঠিক হতে চায় না, আবার কখনও পরিশ্রম করেও উপযুক্ত ফল পাওয়া যায় না। এই অবস্থায় বাস্তুশাস্ত্র নির্দেশিত কাজ করলে উপকার পাওয়া যেতে পারে। শাস্ত্রমতে, আকন্দ ফুল ব্যবহার করলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সঠিক নিয়ম পালন করলে জীবনের অর্থাভাব দূর হওয়ার পাশাপাশি আর্থিক সমৃদ্ধিও দেখা যাবে। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল (Akanda Phool Tips)।
বাস্তুমতে আকন্দ ফুলের প্রতিকার (Akanda Flower Vastu Tips)
১. বহু মানুষের ক্ষেত্রেই কুণ্ডলীতে বুধের অশুভ প্রভাব লক্ষ্য করা যায়। এমনটা হয়ে থাকলে নিতে হবে আকন্দ ফুলের সাহায্য। এর জন্য ৫টি আকন্দ ফুল নিতে হবে। এর পাশাপাশি নিতে হবে মোদকও। এই দুই প্রকৃতির জিনিস নিয়ে গণপতির কাছে অর্পণ করতে হবে। এই কাজটি করলে বুধের অশুভ প্রভাব কমতে দেখা যাবে। এই নিয়ম পালন করলে আর্থিক অবস্থা মজবুত হওয়ার পাশাপাশি সুখ-সমৃদ্ধিরও দেখা মিলবে।
২. দীর্ঘ দিন ধরে রোগে ভুগে থাকলেও তা ঠিক করতে পারে আকন্দ ফুল। এরজন্য ১১টির মতো সাদা আকন্দ ফুল নিয়ে সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এই কাজ করলে জীবনে মহাদেবের কৃপা বজায় থাকবে এবং দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
৩. কর্মজীবনে সাফল্য না এলে নেওয়া যেতে পারে আকন্দ ফুলের সাহায্য। কাজ করে উন্নতির মুখ না দেখতে পেলে, যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ না পেলে ১১টির মতো আকন্দ ফুল নিয়ে বজরংবলির কাছে অর্পণ করতে হবে। এই নিয়ম পালন করলে মানসিক চিন্তা দূর হবে এবং কর্মজীবন সংক্রান্ত সমস্যার সমাধান পাওয়া যাবে। কর্মজীবনে সফলতা দেখা দিলে জীবনে আর্থিক উন্নতিরও দেখা মিলবে।
৪. বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখতে চাইলে সাদা আকন্দ ফুলের গাছ লাগালে ভালো ফল পাওয়া যাবে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি ঢুকতে পারে না। এই কাজ মহাদেবের প্রিয় হওয়ায় বাড়িতে আর্থিক সমৃদ্ধিও দেখা দেবে।
৫. বাড়িতে সুখশান্তি বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আকন্দ মূল। একটি আকন্দ মূল নিয়ে সেটা লাল কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে রবিপুষ্য নক্ষত্রে। বাড়িতে কোনো দিন সুখশান্তির অভাব হবে না। একইসঙ্গে সম্পত্তির পরিমাণে বৃদ্ধিও দেখা যাবে।
বাড়িতে আকন্দ ফুল কোনদিকে রাখা উচিত? (In Which Direction we should place Akanda Phool?)
১. শাস্ত্র অনুযায়ী এই গাছটিকে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে লাগানো উচিত।
২. এছাড়াও আকন্দ গাছ বাড়ির উত্তর দিকে লাগালে ভালো ফল পাওয়া যায়।