Vastu Tips: বাড়ির জন্য অপরাজিতা (Aparajita Plant) খুবই শুভ। বাস্তুশাস্ত্রে এই গাছকে কেন্দ্র করে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। সঠিকভাবে এই গাছটিকে বাড়িতে স্থাপন করে নিয়ম করে অর্পণ করলে জীবনের একাধিক সমস্যা দূর হয় এবং জীবন সুখে ভরে যায়। নিম্নে এক নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Aparajita Plant Vastu Tips)।
বাড়িতে অপরাজিতা গাছ লাগানো উপকারিতা(Advantages of Aparajita plant as per vastu)
১. আর্থিক অনটন দূর হয়: বাড়িতে অপরাজিতা ফুলের গাছ লাগালে আর্থিক সমস্যা মিটে যাবে। একইসঙ্গে পরিবারের সদস্যদের জীবনে অর্থ আসতেও দেখা যাবে। বাড়িতে এই গাছ থাকলে বাড়ির সদস্যদের জীবন অর্থসুখে ভরে যাবে।
২. নেতিবাচক শক্তি দূর হয়: এই ফুল গাছের উপস্থিতিতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নিতে বাধ্য হবে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং বাড়ির সদস্যদের জীবনে ভালো কাজে অগ্রগতি দেখা দেবে।
৩. কেরিয়ারজনিত সমস্যা ঠিক হয়ে যাবে: অনেক সময় কেরিয়া জীবন সংক্রান্ত সমস্যা দেখা দেয় জীবনে। অপরাজিতা ফুলের উপস্থিতিতে জীবনের কেরিয়ারজনিত সমস্যা দূর হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, শারীরিক অসুস্থতাও ঠিক হয়ে যাবে।
৪. আর্থিক স্বচ্ছলতা আসে: বাড়িতে বসবাসকারী পরিবারের জীবনে সময়ের সঙ্গে আর্থিক স্বচ্ছলতা দেখা দেবে।
বাড়ির কোনদিকে অপরাজিতা ফুলের গাছ লাগাতে হবে?(In which side we should place Aparajita plant?)
১. এই গাছটিকে যে কোনো দিকে লাগানো যাবে না। এটিকে বাড়ির প্রধান দরজার ডানদিকে লাগাতে হবে।
২. অপরাজিতা গাছকে বাড়ির কোনো একটা নির্দিষ্ট কোণে লাগানো যেতে পারে।
৩. বাড়ির উত্তর-পূর্ব দিকে অপরাজিতা গাছ রাখলে সর্বশ্রেষ্ঠ ফল পাওয়া যায়।
৪. বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই গাছের ফুল ব্যবহার করে শনিদেবের কাছে অর্পণ করলে জীবনের একাধিক সমস্যা দূর হয়।