Vastu Tips: মানুষ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নানান রকমের গাছ লাগিয়ে থাকে। বাস্তুশাস্ত্র না মেনে অজান্তে অনেকেই বাড়িতে অশুভ গাছ লাগিয়ে ফেলেন। ফলে বাড়িতে অশান্তি দেখা যায়, উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। আবার কিছু গাছ আছে, যেগুলো বাড়ির আশেপাশে থাকলে বাড়ির সদস্যদের উন্নতি হয়, জীবন সুখশান্তিতে ভরে যায়। কিন্তু না জানার কারণে এই গাছ অনেকেই বাড়ির আশেপাশে রাখেন না। আজকের প্রতিবেদনে এমনই এক গাছকে নিয়ে আলোচনা করা হল। গাছটির নাম হল অশোক গাছ (Ashoka Tree Vastu Tips)। এই গাছের উপস্থিতিতে বাড়িতে বাড়িতে ধনসম্পদ আসে এবং পরিবারের সদস্যদের উন্নতি হয়।
(Vastu Tips) বাড়ির কাছে কোন গাছ থাকা উচিত?
১. নেতিবাচক শক্তি: বাড়িতে নেতিবাচক শক্তি ঢুকতে দেয় না। একইসঙ্গে বাড়িতে থাকা নেতিবাচক শক্তি দূর করে দেয়।
২. দুঃখকষ্ট দূর হয়: এই গাছ বাড়ির আশেপাশে থাকলে দুঃখকষ্ট দূরে চলে যায়। ফলে পরিবারের সদস্যদের জীবন সুখে ভরে যায়।
৩. মানসিক শান্তি বজায় থাকে: বাড়ির সদস্যদের মধ্যে মানসিক স্থিরতা আসে, শান্তি বজায় থাকে। ফলে জীবনের বিভিন্ন জটিল কাজ সহজে ঠিক হয়ে যায়।
৪. বাস্তুদোষ দূর করে: এই গাছ যে বাড়ির আশেপাশে থাকে, সেই গাছের বাস্তুদোষ ঠিক হয়ে যায়।
(Vastu Tips) বাড়ির কোথায় অশোক গাছ লাগাতে হবে?
১. বাড়িয়ে ভেতরে যে কোনো জায়গায় ভুলেও অশোক গাছ লাগানো যাবে না।
২. কেউ যদি লাগাতে চান, তাহলে প্রধান দরজার বাম দিকের কোণে এই গাছটি লাগাতে হবে। এমনটা করলে ধনসম্পদ আসে।
৩. এই গাছের পাতা বাড়ির উত্তরদিকে রাখলে ভালো ফল পাওয়া যায়। বহু শুভ কাজে এই পাতা ব্যবহৃত হয়।
৪. বাড়ির সঠিক দিকে অশোক গাছ রাখলে পরিবারের সদস্যদের বিভিন্ন কাজ বিনা বাধায় শেষ হয়।