Vastu Tips: বাস্তুদোষের কারণে অনেক সময়ে বাড়িতে ভালো কাজও আটকে যেতে দেখা যায়। শুধুমাত্র তাই নয়, পরীক্ষায় বা কাজে পরিশ্রম করেও অনেক সময়ে সফলতার পথে বাধা সৃষ্টি হতে দেখা যায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে বাস্তুশাস্ত্রের কিছু পরামর্শ মেনে চললেই বাড়ির একাধিক সমস্যার সমাধান পাওয়া যাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, স্নান করে কিছু বিশেষ কাজ করতে হয়। করলে বাড়িতে সুখসমৃদ্ধি আসে এবং বাড়ির সদস্যদের জীবনে উন্নতি দেখা দেয়। নিম্নে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Vastu Tips)।
বাস্তুমতে স্নান করার পরে কী কী করা উচিত?(What should we do after talking bath as per vastu?)
১. দেবতার পুজো করতে হবে: সকাল সকাল স্নান করা হয়ে গেলে দেবতাকে স্মরণ করে নিয়ে পুজো করতে হবে। এমনটা করলে বাড়িতে সুখশান্তি বজায় থাকবে। বাড়ির সদস্যদের জীবনে আর্থিক উন্নতিও দেখা দেবে এবং আর্থিক সমস্যা দূর হবে।
২. আরাধ্য দেব-দেবীর পুজো করতে হবে: বহু মানুষ কোনো এক নির্দিষ্ট দেবতা বা দেবীর আরাধনা করে থাকেন। এক্ষেত্রে সকাল উঠে স্নান করে নেওয়ার পরে আরাধ্য দেবতা বা দেবীর পুজো করতে হবে। এমনটা করলে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকে। এর ফলে বহুদিনের আটকে থাকা কাজেও সফলতা আসে।
৩. পুরো বাড়িতে গঙ্গাজল ছিটাতে হবে: প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালের দিকে স্নান করে নেওয়ার পরে মনে করে পুরো বাড়িতে গঙ্গাজল ছিটাতে হবে। এমনটা করলে বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকে। এই পরিবেশে আর্থিক সমৃদ্ধি আসে বাড়িতে।
৪. বাড়িতে হলুদ জল ছিটাতে হবে: শুধুমাত্র গঙ্গাজল নয়, হলুদ জলেতেও ভালো কাজ হয়। এর জন্য সকালে উঠে স্নান করে নিতে হবে। স্নান করা হয়ে গেলে সারা ঘরে হলুদ মেশানো জল ছিটিয়ে নিতে হবে। বাস্তুশাস্ত্রে এই কাজকে শুভ বলা হয়েছে। তাই এই নিয়ম মেনে কাজ করলে বাড়িতে সৌভাগ্য আসে।