রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই গাছ, বাস্তুমতে রাখুন বাড়ির এই দিকে

Vastu Tips: বাড়িতে বাস্তু ভালো রাখার জন্য অনেকেই বাড়িতে নানান রকমের গাছ লাগিয়ে থাকেন। কেউ মানিপ্ল্যান্ট লাগান, তো কেউ স্নেক প্ল্যান্ট। জানিয়ে রাখি তালিকায় রয়েছে আরও একটি গাছ, নাম ক্রাসুলা…

Advertisements

Vastu Tips: বাড়িতে বাস্তু ভালো রাখার জন্য অনেকেই বাড়িতে নানান রকমের গাছ লাগিয়ে থাকেন। কেউ মানিপ্ল্যান্ট লাগান, তো কেউ স্নেক প্ল্যান্ট। জানিয়ে রাখি তালিকায় রয়েছে আরও একটি গাছ, নাম ক্রাসুলা ওভাটা (Crassula Ovata)। এই গাছ ভগবান কুবেরের প্রিয় গাছ হওয়ায় মানিপ্ল্যান্টের থেকেও এটিকে বেশি কার্যকরী বলে মনে করা হয়। নিম্নে এই গাছের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Vastu Tips

Advertisements

ক্রাসুলা ঠিক কীভাবে কাজ করে?

এই গাছটিকে অধিপতি শুক্রের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই গাছটি ভগবান কুবেরের প্রিয় গাছ। অতঃপর যে ব্যক্তিই নিজ বাড়িতে এই গাছ লাগাবে, সেই বাড়িতে ভগবান কুবেরের আশীর্বাদ বর্ষিত হবে। এই গাছের উপস্থিতিতে বাড়ির ধনলাভ হয় এবং আর্থিক সমৃদ্ধি ঘটে।

Vastu Tips

(Vastu Tips) বাস্তুমতে ক্রাসুলা (Crassula) গাছটি বাড়ির কোনদিকে লাগাতে হবে?

১. বাড়িকে আর্থিক সংকট থেকে উদ্ধার করতে তথা বাড়ির আর্থিক সমস্যা মেটাতে বাড়িতে ক্রাসুলা ওভাটাকে লাগানো যেতে পারে। তবে ইচ্ছেমতো যে কোনো দিকে এই গাছ লাগানো যাবে না, শাস্ত্রের নিয়ম মেনে বাড়ির সঠিক দিকে লাগাতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, এ গাছটিকে বাড়ির উত্তর দিকে লাগাতে হবে।
উল্লেখ্য, এই গাছটিকে কিন্তু অন্ধকার স্থানে একদমই রাখা যাবে না। একইসঙ্গে গাছটির পাতা সর্বদাই ধুলোমুক্ত ও পরিষ্কার রাখতে হবে।
২. উত্তর দিক ছাড়াও গাছটিকে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রাখা যেতে পারে।
৩. আপনি অফিসে কাজ করলে গাছটিকে ডেস্কের উপরের টবে রাখতে পারেন এবং ব্যবসা করলে ক্যাশ কাউন্টারের উপরে রাখতে পারেন। সঠিক স্থানে রাখলে এই গাছ একদিকে চাকরির সুযোগ বৃদ্ধিতে সহায়তা করবে এবং অপরদিকে ব্যবসায় লাভের মুখ দেখানোর ব্যাপারে এগিয়ে যেতে সাহায্য করবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements