রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: ভুলেও এই 3টি জিনিস কখনও মাটিতে রাখবেন না, মুহুর্তে কাঙ্গাল হয়ে যেতে পারেন

Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তাঁর জীবনের দিক নির্দেশ করে। কখনও কোনো ঘটনা, আবার কখনও কোনো জিনিস শুভ বা অশুভ বার্তা বয়ে আনে। অনেক সময়েই দেখা যায়…

Advertisements

Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুযায়ী মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তাঁর জীবনের দিক নির্দেশ করে। কখনও কোনো ঘটনা, আবার কখনও কোনো জিনিস শুভ বা অশুভ বার্তা বয়ে আনে। অনেক সময়েই দেখা যায় যে, জীবনে অশান্তির শেষ থাকে না। একটা সমস্যা শেষ হয়, তো আরেকটা শুরু হতে দেখা যায়। শাস্ত্র মতে, এর পিছনে থাকতে পারে ভুলভাবে করা কোনো কাজ বা কোনো জিনিসের ভুল ব্যবহার।

কিছু জিনিস রয়েছে যেগুলো বাড়ির মেঝেতে রাখলে আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে জীবনে। কোন জিনিস মেঝেতে রাখা উচিত নয়? এই প্রশ্নেরই জবাব নিম্নে দেওয়া হল।

Advertisements

কোন কোন জিনিস কখনওই মাটিতে রাখবেন না?(Vastu Tips)

Vastu Tips

১. শঙ্খ (Conch Shell): ভুলেও মাটিতে শঙ্খ রাখা যাবে না। এই কাজটি করলে বাড়িতে অশান্তি দেখা দেবে। বাড়ি নেতিবাচকতায় ভরে যাবে। পাশাপাশি বাড়িতে আর্থিক অভাব সারাক্ষণ লেগেই থাকবে। ফলে হাজার চেষ্টা করলেও আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না।

Vastu Tips

২. প্রদীপ (Pradip): প্রদীপ রাখার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এটি কখনওই মাটিতে সরাসরি রাখা যাবে না। প্রদীপ মাটিতে রাখলে বাড়িতে আর্থিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ফলস্বরূপ বাড়িতে আর্থিক অভাব দেখা দিতে পারে।

Vastu Tips

৩. সোনা-রূপোর গয়না (Gold or Silver Ornaments): সোনা বা রূপোর গয়না কখনও মাটিতে রাখা যাবে না। বাড়ির সদস্যদের জন্য এই পদক্ষেপ একদমই ভালো নয়। মাটিতে সোনা বা রূপোর গয়না রাখলে জীবনের টাকার সমস্যা দেখা দেয়। আর্থিক অনটনের পরিমাণ এতটাই বেড়ে যেতে পারে যে, ঋণে জড়িয়ে পড়তে পারেন বাড়ির সদস্যরা।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements