Vastu Tips: বহু বাড়িতেই বিভিন্ন রকমের পাখি আসতে দেখা যায়। কিছু কিছু পাখিকে আবার বাড়িতে বাসাও বাঁধতে দেখা যায়। কিছু পাখি বাড়ির বাস্তুর জন্য ভালো। আবার কিছু পাখি বাড়ির জন্য ভালো নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এর মধ্যে ঘুঘু পাখি বাড়ির বাস্তু ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে এই নিয়েই সংক্ষেপে আলোচনা করা হল (Dove Vastu Tips)।
Vastu Tips (what happens if dove makes nest in our home as per vastu?)
১. জীবনে সৌভাগ্য আসে: আপনি যদি আপনার বাড়িতে ঘুঘু পাখিকে বাসা বাঁধতে দেখেন, তাহলে জানবেন আপনার জীবনে খুব শীঘ্রই সৌভাগ্য আসতে চলেছে। শাস্ত্রে এই ঘটনাকে সৌভাগ্য আসার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই জন্য বাড়িতে ঘুঘু পাখির বাসা দেখলে ভাঙা যাবে না।
২. বাড়ি আনন্দ ও সমৃদ্ধিতে ভরে যায়: ঘুঘু পাখির উপস্থিতিতে বাড়ি আনন্দ ও সমৃদ্ধিতে ভরে যায়। আর তাই বাড়িতে ঘুঘু পাখির বাসা রাখতে দেওয়া উচিত। এই পাখি যেহেতু বাড়িতে সৌভাগ্য ডেকে আনে, তাই বাড়িতে বসবাসকারী সদস্যদের জীবন সুখ-শান্তিতে ভরে যায় এবং কখনওই সম্পদের অভাব হয় না।
কোন পাখি বাড়িতে বাসা বাঁধা বাড়ির জন্য ভালো নয়? (Which birds is not good for home as per vastu?)
১. বাড়িতে পায়রা বাসা বাঁধলে তা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে হবে।
২. পায়রার বাসা বাঁধা বাড়ির জন্য অশুভ সংকেত বয়ে আনে।
৩. বাড়িতে পায়রা বাসা বাঁধলে পরিবারের সদস্যদের জীবনে ধনসম্পদ আসবে না। একইসঙ্গে খরচের পরিমাণও বেড়ে যাবে।