রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: অর্থনৈতিক সমস্যায় জেরবার, বাস্তুমতে বাড়ির মূল দরজায় জলের সঙ্গে ছিটান এই জিনিস

Vastu Tips: বাড়ির বাস্তু খারাপ থাকলে বাড়িতে উপস্থিত পরিবারের জীবনে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি আর্থিক সমৃদ্ধিও থেমে যেতে পারে। তবে বাস্তুশাস্ত্রে রয়েছে বিভিন্ন রকমের বাস্তুত্রুটি কাটানোর উপায়।…

Advertisements

Vastu Tips: বাড়ির বাস্তু খারাপ থাকলে বাড়িতে উপস্থিত পরিবারের জীবনে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি আর্থিক সমৃদ্ধিও থেমে যেতে পারে। তবে বাস্তুশাস্ত্রে রয়েছে বিভিন্ন রকমের বাস্তুত্রুটি কাটানোর উপায়। বেশ কিছু জিনিস আছে, যেগুলোর উপস্থিতি দ্বারা মানুষের জীবন প্রভাবিত হতে পারে। বাস্তুমতে ব্যবহার করলে, সেই জিনিসগুলো ইতিবাচক ফলও দিতে পারে। আজকের প্রতিবেদনে এই নিয়েই আলোচনা করা হল (Vastu Tips)।

(Vastu Tips) বাড়ির বাস্তুদোষ থাকলে কী কী হয়?

Vastu Tips

Advertisements

১. এক্ষেত্রে বাড়িতে নেতিবাচক শক্তি থাকতে দেখা যায়।
২. নেতিবাচক শক্তির উপস্থিতিতে পরিবারের সদস্যদের জীবন প্রভাবিত হয়।
৩. বাড়ির কোনো সদস্য অসুস্থ হয়ে পড়েন, তো কারোর আর্থিক উন্নতিতে বাধার সৃষ্টি হয়। এমনকি, কখনও কখনও পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াও হতে দেখা যায়।
উল্লিখিত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাইলে বাড়িতে কিছু নিয়ম পালন করতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, নিয়মগুলো নিয়মিতরূপে মেনে চললেই বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যাবে। নিম্নে এই নিয়ে আলোচনা করা হল।

Vastu Tips

বাড়ির বাস্তু ঠিক করার জন্য কী কী করবেন?(Vastu Tips for Money)

১. প্রত্যেকদিন সকালে উঠে বাড়িতে বানানো মন্দিরে ধূপ জ্বালানোর ব্যবস্থা করতে হবে।
২. একটি পাত্রে জল নিয়ে সেটাতে হলুদ গুঁড়ো মেশাতে হবে। এই হলুদের মিশ্রণ বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে। দরজার উভয় দিক থেকেই জল ছেটাতে হবে।
৩. উপরিলিখিত কাজটি করলে নেতিবাচক শক্তি বাড়ির ভেতরে পা দিতে পারবে না। একইসঙ্গে ইতিবাচক শক্তিও বাড়ির ভেতরে ঢুকবে।
৪. প্রতিনিয়ত করতে থাকলে বাড়ির বাস্তুদোষ কেটে যায়।
৫. বাড়িতে কখনও ধুলো-ময়লা জমতে দিলে হবে না। ঘর সবসময়ই পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে।
৬. যে বাড়িতে ধুলো-ময়লা থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না।

[Disclaimer: বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে এটি রচিত। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements