Vastu Tips: বাস্তুশাস্ত্রে ব্যাম্বু ট্রিকে নিয়ে একাধিক কথা লেখা রয়েছে। আর থাকবে নাই বা কেন? এই গাছের উপকারিতা একাধিক। বৈবাহিক সম্পর্ক, স্বাস্থ্য, সম্পত্তি প্রায় সমস্ত বিষয়েই এটি ইতিবাচক পরিবেশ দিতে সাহায্য করে। আজকের প্রতিবেদনে এই ব্যাম্বু ট্রিকে নিয়েই আলোচনা করা হল (Bamboo Tree Vastu Tips)।
(Vastu Tips) ব্যাম্বু ট্রির উপকারিতা
১. ব্যাম্বু ট্রিকে অনেকেই ‘লাকি ব্যাম্বু’ও (Lucky Bamboo) বলে থাকেন। এটি মূলত বাড়ির সদস্যদের সৌভাগ্য আনে, তাই এটি লাকি ব্যাম্বু নামে পরিচিত।
২. এই গাছ বাড়িতে থাকলে বাড়ির ধনসম্পদ বৃদ্ধি পায়।
৩. বাড়িতে বিবাহিত দম্পতির বেডরুমে দুটি ব্যাম্বু ট্রি থাকলে, তা পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে তোলে।
৪. বাড়িতে তিনটি ব্যাম্বু ট্রি থাকলে তা বাড়িতে বসবাসকারী সদস্যদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও, এই গাছ সম্পত্তির বৃদ্ধিতেও সাহায্য করে।
৫. চারটি ব্যাম্বু ট্রি থাকলে পরিবারের সদস্যদের পড়াশোনা ও কর্মজীবনে সফলতা দেখা দেয়।
৬. উল্লিখিত তথ্য থেকে বোঝা যায় যে, মনকামনা অনুযায়ী ব্যাম্বু ট্রি কিনতে হয়। তবে প্রত্যেকটিতেই একটি মিল লক্ষ্য করা যায়। সেটি হল প্রত্যেকটাই লাল কাপড়ে বাঁধা থাকে।
(vastu Tips) How we to take care of Bamboo Tree?
১. ব্যাম্বু ট্রিকে কখনওই প্লাস্টিকের পাত্রে রাখা যাবে না। এই গাছটিকে সর্বদাই কাঁচের পাত্রে রাখতে হবে। এই পাত্রে শুধুমাত্র জল দিয়েই গাছটিকে রাখা যেতে পারে।
২. পাত্রে জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে, সেই জল যেন বিশুদ্ধ হয়। নোংরা জল ব্যবহার করা যাবে না। পিউরিফায়ারের বিশুদ্ধ জল ব্যবহার করলে তো খুবই ভালো কথা।
( Vastu Tips) In which direction we should place bamboo tree?
১. এই গাছকে বাড়ির পশ্চিমদিকে রাখতে হয়।
২. উদ্দেশ্য স্বাস্থ্য ভালো রাখার হলে এটিকে বাড়ির পূর্বদিকে রাখতে হবে।
৩. এটিকে দক্ষিণ-পূর্ব দিকে রাখলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেয়।