রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: কেটে যাবে অর্থনৈতিক সংকট, জলের সঙ্গে মিশিয়ে ছিটান এই দুটি জিনিস

Vastu Tips: নিজ বাড়িতে সুখশান্তি বজায় থাকুক, এমনটা প্রত্যেকটা মানুষই চান। এই সুখশান্তি বজায় রাখার জন্য মানুষ কতকিছুই না করেন। কিন্তু অনেক সময়ই দেখা যায়, শত প্রচেষ্টা করার পরেও কোনো…

Advertisements

Vastu Tips: নিজ বাড়িতে সুখশান্তি বজায় থাকুক, এমনটা প্রত্যেকটা মানুষই চান। এই সুখশান্তি বজায় রাখার জন্য মানুষ কতকিছুই না করেন। কিন্তু অনেক সময়ই দেখা যায়, শত প্রচেষ্টা করার পরেও কোনো কিছুই কাজে দেয় না। আপনার জীবনেও যদি এমন ঘটনা হয়ে থাকে, তাহলে জীবনে প্রয়োগ করতে পারেন এই প্রতিবেদনে উল্লিখিত টোটকা (Vastu Tips)।

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে টোটকা:

Advertisements

Vastu Tips

১. জল: বাড়িতে সুখশান্তি বজায় রাখার কাজে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে আপনাকে আগে সকালে উঠে স্নান করতে হবে। স্নান করে হয়ে গেলে তামার কলসে জল ভরতে হবে। এই কলসের সাহায্যে বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিতে হবে। এমনটা করলে বাড়িতে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেওয়ার কারণে ঝগড়া ও বিবাদকেও বাড়ি থেকে উল্টো পথে হাঁটা দিতে দেখা যায়।

Vastu Tips

২. নুন-জল: বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে জলে নুন মিশিয়ে তা বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে। এমনটা করলে জীবনের জটিলতা ও বিভিন্ন রোগ দূরে থাকবে।

Vastu Tips

৩. হলুদ-জল: বাড়ির প্রধান দরজায় জলে হলুদ গুঁড়ো মিশিয়ে ছিটালেও কার্যকরী ফল পাওয়া যাবে। উল্লেখ্য এই মিশ্রণটি তামার পাত্রে তৈরি করতে হবে। ভালো ভাবে দরজার উভয় দিকেই ছিটাতে হবে। এই পদক্ষেপ নিলে পরিবারের সদস্যদের জীবনে আর্থিক বৃদ্ধি পরিলক্ষিত হবে এবং বাড়িতে শান্তি বহাল থাকবে।

[Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের মতামতের ভিত্তিতে রচিত। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements