Vastu Tips: পরিশ্রম করার পরেও বাড়ির সদস্যদের জীবনে আর্থিক উন্নতি নেই? অনেক চেষ্টা করেও বাড়িতে টাকা ধরে রাখা যাচ্ছে না, খরচ হয়ে যাচ্ছে? এই দুই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম পালন করতে পারেন। এই নিয়মগুলো সঠিকভাবে পালন করলে একদিকে যেমন বাড়িতে অর্থ আসবে, তেমনই অপরদিকে বাড়ির আর্থিক সমস্যাও মিটতে দেখা যাবে (Vastu Tips)। এক্ষেত্রে বাড়িতে কিছু বিশেষ জিনিস রাখতে হবে। নিম্নে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
(Vastu Tips) আর্থিক সমৃদ্ধি জন্য বাড়িতে কী কী রাখা প্রয়োজন?
১. ঘোড়ার নাল (Horse shoe): ঘোড়ার নালে লেমন পেপার মাখিয়ে সেটা বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিলে বাড়ির উপর থেকে কুনজর কেটে যাবে। এমনটা করলে বাড়িতে আর্থিক সমৃদ্ধি দেখা দেবে। গোলমরিচের গুঁড়ো ও পাতিলেবুর খোসার টুকরো মিশিয়ে নিলেই লেমন পেপার তৈরি করা যায়।
২. পবনঘন্টি (Wind Chime): বাড়িতে পবনঘন্টি ঝুলিয়ে রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয় এবং সৌভাগ্যের দরজা খুলে যায়। এর মিষ্টি আওয়াজের দ্বারা বাড়িতে ইতিবাচক শক্তি আকৃষ্ট হয়। আর এই কারণে শাস্ত্রে একে শুভ বলে চিহ্নিত করা হয়েছে।
৩. লাফিং বুদ্ধা (Laghing Buddha): ফেংশুইতে বাড়িতে লাফিং বুদ্ধা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়িতে থাকা লাফিং বুদ্ধার উচ্চতা ২.৫ ইঞ্চির বেশি হওয়া যাবে না। উল্লিখিত উচ্চতার থেকে বেশি হলে বাস্তুদোষ সৃষ্টি করতে পারে। নির্দিষ্ট উচ্চতার লাফিং বুদ্ধা বাড়িতে থাকলে আর্থিক সমৃদ্ধি দেখা দেয়। এটিকে বাড়ির উত্তর-পশ্চিম দিকে রাখতে হবে।
৪. চীনা মুদ্রা (Chinese Coin): ফেংশুইতে চীনা মুদ্রারও বিশেষ সুনাম রয়েছে। এক্ষেত্রে একটা লাল সুতোয় তিনটি চিনা মুদ্রা বেঁধে নিয়ে বাড়ির কোনো এক কোণে রাখতে হবে। এই নিয়ম পালন করলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং বাড়িতে ইতিবাচক শক্তি আসবে। তিনটি মুদ্রার মাধ্যমে স্বর্গ-মর্ত্য-পাতালকে বোঝানো হয়েছে।