রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে এই ৫ জিনিস, বাস্তুমতে রাখুন আলমারির এই দিকে

Vastu Tips: বাড়ির টাকার আলমারি তথা ভল্ট টাকায় পরিপূর্ণ থাকুক, এটা প্রত্যেক মানুষই চান। অনেক সময়ে হাজার চেষ্টা করেও জীবনে আর্থিক উন্নতি আসতে দেখা যায় না। জীবন থেকে আর্থিক দুরাভাব…

Advertisements

Vastu Tips: বাড়ির টাকার আলমারি তথা ভল্ট টাকায় পরিপূর্ণ থাকুক, এটা প্রত্যেক মানুষই চান। অনেক সময়ে হাজার চেষ্টা করেও জীবনে আর্থিক উন্নতি আসতে দেখা যায় না। জীবন থেকে আর্থিক দুরাভাব দূর করতে চাইলে বাস্তুশাস্ত্রের নিয়ম পালন করা যেতে পারে। শাস্ত্র অনুযায়ী, বেশ কিছু জিনিস আছে, যেগুলো সঠিক নিয়ম মেনে বাড়ির লকারে রাখলে আর্থিক অভাব কেটে যাওয়ার পাশাপাশি জীবনে আর্থিক উন্নতি দেখা দেবে। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল (Tips for Locker at home)।

বাস্তুমতে বাড়ির লকারে কোন কোন জিনিস রাখা যাবে? (Vastu Tips)

Vastu Tips

Advertisements

১. হলুদের মূল বা কাঠি: মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়িতে সর্বদাই বজায় রাখতে চাইলে হলুদের মূল বা কাঠির সাহায্য নিতে হবে। বাড়ির কোষাগারে এই জিনিসটি রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে। এই আশীর্বাদ সারা জীবন বজায় থাকবে।

Vastu Tips

২. কুবেরের মূর্তি: বাস্তুশাস্ত্রে কুবেরের মূর্তির উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুযায়ী, বাড়ির ভল্টে কুবেরের মূর্তি রাখলে উপকার পাওয়া যায়। পরিবারের সদস্যদের জীবনে টাকা আসে। কর্মজীবনে সুখবর মেলে।

Vastu Tips

৩. তুলসী পাতা: ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর সময় তুলসী পাতা ব্যবহার করা হয়। এই তুলসী পাতা নিয়ে বাড়ির লকারে তথা কোষাগারে রাখলে পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবং আর্থিক সম্পত্তি ফুলেফেঁপে ওঠে।

Vastu Tips

৪. কড়ি: কড়ি ভল্টে রাখলে বাড়িতে টাকা আসে। তবে নিয়ম মেনে পুরো কাজটি করতে হবে। কড়ি বা ৭টি পয়সা নিয়ে একটি লাল কাপড়ে বাঁধতে হবে। এই কড়িযুক্ত কাপড় শুক্রবারে ভল্টে রেখে দিতে হবে। নিয়ম মেনে এই কাজটি করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন ও বাড়িতে তাঁর কৃপা বর্ষিত হয়।

Vastu Tips

৫. পুজোর সুপারি: পুজোর সুপারি নিয়ে বাড়ির আলমারিতে রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর জন্য বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলেই সজাগ থাকতে হবে। পুজোঅর্চনা সম্পন্ন হলেই ব্যবহৃত সুপারি নিতে হবে এবং সেই সুপারি টাকাপয়সা রাখার আলমারিতে রেখে দিতে হবে। এই বিধি মেনে চললে বাড়িতে টাকার অভাব কোনোদিনই হবে না।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements