রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: চুম্বকের মতো টাকা টানে নিম গাছ, লাগান বাড়ির এইদিকে

Vastu Tips: নিমপাতার গুন গুণে শেষ করা যাবে না। ভেষজ গুনে ভরপুর এই গাছ ও গাছের পাতা। বাস্তুশাস্ত্রে এই গাছকে নিয়ে কী লেখা রয়েছে, তা এই প্রতিবেদনে উল্লেখ করা হল।…

Advertisements

Vastu Tips: নিমপাতার গুন গুণে শেষ করা যাবে না। ভেষজ গুনে ভরপুর এই গাছ ও গাছের পাতা। বাস্তুশাস্ত্রে এই গাছকে নিয়ে কী লেখা রয়েছে, তা এই প্রতিবেদনে উল্লেখ করা হল। এই গাছকে বাড়ির কোন দিকে রাখা উচিত? কোন দিকে রাখা উচিত নয়? বাড়িতে রাখলে কী হয়? সবটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল (Neem Tree Vastu Tips)।

Vastu Tips

নিম গাছ বাড়ির কোনদিকে লাগানো উচিত?(Neem Plant Vastu Tips)

১. নিম গাছকে বাড়ির যেদিকে-সেদিকে লাগালে চলবে না। এক গাছটিকে বাড়ির নির্দিষ্ট দিকে লাগাতে হবে।
২. বাস্তুশাস্ত্র অনুযায়ী এই উপকারী গাছটিকে বাড়ির উত্তর-পশ্চিম দিকে লাগাতে হবে।
৩. আবার উত্তর-পশ্চিম দিক ছাড়াও বাড়ির উত্তর বা পূর্ব দিকেও নিম গাছ লাগানো যেতে পারে।
৪. গাছ লাগানোর দিক অনুযায়ী বাড়ির সদস্যরা উপকৃত হন।

Advertisements

Vastu Tips

বাস্তুমতে, বাড়িতে নিমগাছ লাগালে কী হয়? (What Happens if we plant neem tree in home as per vastu?)

১. বাড়িতে নিম গাছ লাগালে ইতিবাচক শক্তি আসে। বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষিত করতে গাছটিকে উত্তর-পশ্চিম দিকে লাগাতে হবে। এই দিকে লাগালে বাড়ির সদস্যদের স্বাস্থ্যও ভালো থাকে।
৩. গাছটিকে পূর্বদিকে লাগালে নতুন কোনো কাজ শুরু করলে, সেই কাজে সাফল্য আসে।
৪. নিম গাছকে বাড়ির উত্তরদিকে লাগালে বাড়িতে সম্পদ বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি আসে।
৫. নিমপাতা কেতুদোষ কাটাতে সাহায্য করে। এর জন্য স্নানের জলে নিমপাতা মিশিয়ে রাখতে হবে।
৬. এই গাছের পাতা শনিদোষও দূর করে। এর জন্য প্রত্যেকদিন নিম গাছে জল দিতে হবে এবং ভালো করে গাছটির যত্ন নিতে হবে।

Vastu Tips

বাড়ির কোনদিকে নিম গাছ লাগানো উচিত নয়?(In which direction we shouldn’t plant Neem Tree in our home as per vastu?)

১. ভুলেও এই গাছটিকে বাড়ির দক্ষিণ দিকে লাগানো উচিত নয়।
২. এই গাছ বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকেও লাগানো যাবে না।
৩. শাস্ত্রমতে, এই গাছ ভুল দিকে লাগালে তা বাড়ির জন্য অশুভ বার্তা বয়ে আনে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements