Vastu Tips: জীবনে অনেক সময়ে নানান রকমের সমস্যা দেখা যায়। পারিবারিক বিবাদ, আর্থিক অভাব, চাকরিতে পদোন্নতি না হওয়া, ব্যবসায় লাভের মুখ না দেখা প্রভৃতি বিভিন্ন রকমের সমস্যার সঙ্গে জীবনে কোনো না কোনো ধাপে মানুষকে মুখোমুখি হতে হয়। এইগুলোর সমাধান অনেক সময়েই কোনোভাবে কোনোদিকে খুঁজে পাওয়া যায় না। অনেকেই জানেন না, বাস্তুশাস্ত্রে এই সমস্যাগুলোর সমাধান রয়েছে।
বাস্তুমতে সমস্যার উৎপত্তি বিভিন্ন কারণে হতে পারে। কখনও অশুভ গাছ বাড়িতে রাখলে, আবার কখনও শুভ গাছ বাড়ির ভুল দিকে রেখে দিলে জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। বেশ কিছু শুভ গাছ আছে বাড়ির দক্ষিণদিকে রাখলে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। আজকের প্রতিবেদনে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল। (Which plant should not see in south direction as per Vastu?)
(Vastu Tips) বাস্তুমতে দক্ষিণ দিকে কোন গাছগুলো লাগানো উচিত নয়? রইল তালিকা
১. রোজমেরি গাছ (Rosemary Plant): বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়ির জন্য উপকারী উদ্ভিদ বলে চিহ্নিত করা হয়েছে। তবে সঠিক দিকে না লাগাতে পারলে ক্ষতিও হতে পারে। এই গাছকে পূর্ব দিকে লাগালে ভালো ফল পাওয়া যাবে। গাছটিকে কখনওই দক্ষিণ দিকে লাগানো যাবে না, বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে।
২. কলা গাছ (Banana Tree): বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, এই গাছে ভগবান বিষ্ণু বাস করেন। বৃহস্পতিবারে এই গাছের পুজো করলে কার্যকরী ফল পাওয়া যায়। গাছটিকে বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগাতে হবে, কখনও দক্ষিণ দিকে লাগানো যাবে না।
৩. তুলসী গাছ (Tulsi Plant): এই গাছকে সনাতন ধর্মে খুবই পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস থাকে। বাস্তুমতে এই গাছকে দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। গাছটিকে বাড়ির পূর্ব দিকে লাগানো উচিত।
৪. মানি প্ল্যান্ট (Money plant): এই গাছের নাম শুক্র গ্রহের সঙ্গে জড়িত। বাড়িতে মানিপ্ল্যান্ট থাকলে তা চুম্বকের মতো টাকা টানে। বাড়ির আর্থিক পরিস্থিতি ভালো করতে চাইলে গাছটিকে বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো যেতে পারে, কিন্তু কখনওই দক্ষিণ দিকে লাগানো যাবে না।
৫. শমী গাছ (Shami Plant): শনি দেবতার সঙ্গে শমী গাছের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ঐশ্বরিক উদ্ভিদের গুণ একাধিক। এই গাছটিকে বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগানো উচিত, কখনওই দক্ষিণ দিকে লাগানো উচিত নয়।