রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: হু হু করে আসবে টাকা, শুধু জলের সঙ্গে মিশিয়ে ছিটান এই ২টি জিনিস

Vastu Tips: বাস্তুশাস্ত্র মেনে বাড়ি সাজালে এবং নিয়মবিধি পালন করলে একাধিক উপকার পাওয়া যায়। বাড়ির বিভিন্ন সমস্যা দূরে চলে যায় এবং বাড়িতে শান্তি বজায় থাকে। কিছু বিশেষ নিয়ম আছে, যেগুলো…

Advertisements

Vastu Tips: বাস্তুশাস্ত্র মেনে বাড়ি সাজালে এবং নিয়মবিধি পালন করলে একাধিক উপকার পাওয়া যায়। বাড়ির বিভিন্ন সমস্যা দূরে চলে যায় এবং বাড়িতে শান্তি বজায় থাকে। কিছু বিশেষ নিয়ম আছে, যেগুলো পালন করলে বাড়িতে পরিবারের সদস্যদের জীবনে সুখ বজায় থাকে এবং সম্পদের পরিমাণও বাড়তে দেখা যায়। আজকের প্রতিবেদনে বাস্তুশাস্ত্রের এমনই কিছু নিয়ম আনা হল, যা ধাপে ধাপে মেনে চললে জীবন ইতিবাচককতায় ভরে যাবে (Positive Energy Vastu Tips)।

সংসারে সমৃদ্ধি আনতে কী করতে হবে? (Vastu Tips)

১. বাড়ির মূল দরজায় জল ছিটাতে হবে: বাস্তুমতে বাড়ির মূল দরজার জল ছিটালে তা বাড়ির জন্য শুভ বার্তা বয়ে আনে। এই কাজটি প্রত্যেকদিন সকালে উঠেই করতে হবে। তবে অবশ্যই স্নান করে নিয়ে এই কাজ করতে হবে। স্নান করা হয়ে গেলে একটি তামার কলসি নিতে হবে। এই কলসিতে জল ভরে বাড়ির মূল দরজার সামনে ভালো করে ছিটিয়ে দিতে হবে। এই কাজ করলে বাড়ির ভেতরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং বাড়ির মধ্যে সর্বদাই ইতিবাচক শক্তি বজায় থাকে। বাড়ির মোট ধনসম্পদ বৃদ্ধি পায় এবং বাড়িতে সুখশান্তি বজায় থাকে।

Advertisements

Vastu Tips

২. নুন-জল ছিটালে পাওয়া যাবে ভালো ফল: বাড়ির মূল দরজায় নুন ও জল মিশিয়ে ছিটালে জীবনের নেতিবাচকতা দূর হয়ে যায়। এই কাজ সপ্তাহে অন্তত একবার করলেই বাড়ির বিভিন্ন রকমের দোষত্রুটি দূর হয়ে যায়। বাড়ির সদস্যরা রোগমুক্ত থাকবে।

Vastu Tips

৩. হলুদ-জল ছিটালে জীবনে আসবে সমৃদ্ধি: বাড়ির মূল দরজায় হলুদযুক্ত জল ছিটালে বাড়ির ঐশ্বর্য বৃদ্ধি পাবে এবং পুরো বাড়ি ধনসম্পদে ভরে যাবে। একইসঙ্গে বাড়িতে সুখশান্তিও বজায় থাকবে। এর জন্য ঘুম থেকে উঠে একটি তামার কলসিতে হলুদ-জল ভরে স্নান করার পরে সকালের দিকে বাড়ির মূল দরজার উভয়দিকে ছিটিয়ে দিতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements