রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: বাড়িতে সাপ আসা কীসের ইঙ্গিত দেয়?

Vastu Tips: বাস্তুশাস্ত্রে বিভিন্ন প্রাণীর সঙ্গে বিভিন্ন অর্থ জুড়ে রয়েছে। কোনো প্রাণীর বাড়িতে প্রবেশ করাকে ভালো, আবার কোনোটাকে খারাপ বলা হয়েছে। প্রাণী হিসাবে বাড়িতে এদের প্রভাবও বিভিন্ন হয়। আজকের প্রতিবেদনে…

Advertisements

Vastu Tips: বাস্তুশাস্ত্রে বিভিন্ন প্রাণীর সঙ্গে বিভিন্ন অর্থ জুড়ে রয়েছে। কোনো প্রাণীর বাড়িতে প্রবেশ করাকে ভালো, আবার কোনোটাকে খারাপ বলা হয়েছে। প্রাণী হিসাবে বাড়িতে এদের প্রভাবও বিভিন্ন হয়। আজকের প্রতিবেদনে এমন ৫টি প্রাণীর নিয়ে আলোচনা করা হল।

কোন প্রাণী বাড়ির জন্য শুভ? (which animal is auspicious for home as per Vastu?)

Vastu Tips

Advertisements

১. সাপ (Snake): সাপ বাড়িতে প্রবেশ করলে তা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু, এই সাপ যদি দু মুখো সাপ হয়, তখন তা বাড়ির জন্য ভালো। এই প্রকৃতির সাপ সচরাচর দেখা যায় না। এই সাপ বাড়িতে ঢুকলে জানবেন আপনার বাড়িতে প্রচুর পরিমাণে টাকা আসতে চলেছে।

Vastu Tips

২. ব্যাঙ (Frog): বাড়িতে ব্যাঙ প্রবেশ করলে চিন্তা করবেন না। কারণ, বাস্তুশাস্ত্রে এই ঘটনাকে বাড়ির জন্য অত্যন্ত শুভ বলা হয়েছে। এটি বাড়িতে প্রবেশ করার সঙ্গে সৌভাগ্য বয়ে আনে। অনেকেই বাড়ির সদস্যদের মঙ্গল কামনায় বাড়িতে ব্যাঙের মূর্তি রাখেন।

Vastu Tips

৩. তোতাপাখি (Parrot): বাড়িতে তোতাপাখি এলেও তা ইতিবাচক বার্তা নিয়ে আসে। দাবি করা হয়, এটি বুধ গ্রহের সঙ্গে জড়িত। বুধ মহিমার প্রতীক হিসেবে পরিচিত। এই পাখি বাড়িতে এলে সম্পদে বৃদ্ধি দেখা দেয়।

Vastu Tips

৪. কচ্ছপ (Turtle): বাড়িতে কচ্ছপ আসার ঘটনা শুভ বার্তা বয়ে আনে। ধর্মীয় দৃষ্টিকোণে এই ঘটনার ইতিবাচক দিক রয়েছে। বিষ্ণুর কচ্ছপ অবতারের সঙ্গে কচ্ছপকে তুলনা করা হয়। এই প্রাণী বাড়িতে এলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন ও বাড়িতে সুখশান্তি বজায় থাকে।

Vastu Tips

৫. কালো পিঁপড়ে (Black Ant): বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে কালো পিঁপড়ে প্রবেশ করার ঘটনা ইতিবাচক ইঙ্গিত বহন করে। এই ঘটনা আসন্ন জোরদার আর্থিক সমৃদ্ধির বার্তা বয়ে আনে। এই পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করে, তাহলে বুঝবেন আপনি ধীরে ধীরে ঋণমুক্ত হবেন।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements