রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: ধেঁয়ে আসবে বিপদ! ভুলেও তুলসীর কাছে রাখবেন না এই ৪ গাছ

Vastu Tips: শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। নিয়মিতরূপে এই গাছে জল নিবেদন করলে ভালো ফল পাওয়া যায়। তবে এই গাছ বাড়িতে লাগালে বিশেষভাবে যত্ন নিতে হয়।…

Advertisements

Vastu Tips: শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। নিয়মিতরূপে এই গাছে জল নিবেদন করলে ভালো ফল পাওয়া যায়। তবে এই গাছ বাড়িতে লাগালে বিশেষভাবে যত্ন নিতে হয়। বাস্তুশাস্ত্রের নিয়মবিধি মেনে এই গাছের পরিচর্যা করা উচিত। না করলেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করার পরিবর্তে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। ফলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে সব কাজটা করতে হবে। বাস্তুমতে কিছু গাছ আছে, যেগুলো তুলসী গাছের পাশে কখনওই লাগানো উচিত নয়। নিম্নে এই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল (Tulsi Vastu Tips)।

(Vastu Tips) বাস্তুমতে কোন গাছগুলো তুলসী গাছের কাছে রাখতে নেই?

Vastu Tips

Advertisements

১. ক্যাকটাস (Cactus): শাস্ত্রে ক্যাকটাস গাছকে রাহুর সঙ্গে তুলনা করা হয়েছে। এই গাছের উপস্থিতিতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে। যা বাড়িতে অশুভ ঘটনা ঘটাতে পারে। তাই এই গাছ কখনওই তুলসী গাছের পাশে লাগানো যাবে না। এমনটা করলে তুলসী গাছের উপকারিতা পাওয়া কঠিন হয়ে পড়বে।

Vastu Tips

২. কাঁটাযুক্ত গাছ (Thorn Tree): কোনো কাঁটাযুক্ত গাছ তুলসী গাছের কাছে রাখা যাবে না।

Vastu Tips

৩. শমী গাছ (Prosopis cineraria): তুলসী গাছ থেকে বেশ কিছুটা দূরে শমী গাছ থাকতে হবে। এই দুটি গাছ কাছাকাছি থাকলে চলবে না। দুই গাছের দূরত্ব কমপক্ষে ৪-৫ ফুট দূরে হতে হবে।

Vastu Tips

৪. গুল্মজাতীয় গাছ (Shrubs): তুলসী গাছের আশেপাশে গুল্মজাতীয় গাছ লাগালে চলবে না। এই প্রকৃতির গাছ তুলসী গাছের পাশে থাকলে তুলসী গাছ স্বাভাবিক বৃদ্ধি বাধা পায়। তাই তুলসী গাছের কাছে গুল্মজাতীয় গাছ লাগানো উচিত নয়।

[Disclaimer: বাস্তুবিদদের মতামত অনুসারে এই প্রতিবেদনটি রচিত। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements