রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

তুলসী মঞ্জুরী দিয়ে করুন এই কাজ, ঘুরবে ভাগ্যের চাকা আসবে অর্থ

Vastu Tips: তুলসী গাছকে (Tulsi Plant) হিন্দু ধর্মে খুবই পবিত্র বলে মনে করা হয়। পাতার ভেষজ গুনের জন্য বিশেষ পরিচিত লাভ করেছে তুলসী গাছ। অনেকেই জানেন না, এই গাছের মঞ্জরীও…

Advertisements

Vastu Tips: তুলসী গাছকে (Tulsi Plant) হিন্দু ধর্মে খুবই পবিত্র বলে মনে করা হয়। পাতার ভেষজ গুনের জন্য বিশেষ পরিচিত লাভ করেছে তুলসী গাছ। অনেকেই জানেন না, এই গাছের মঞ্জরীও মানুষের জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার কাজ হোক বা ভাগ্য জাগানোর কাজ, সবই করতে সক্ষ ম তুলসী মঞ্জরী (Tulsi Manjari Vastu Tips)।

বাস্তুমতে তুলসী মঞ্জরী নিয়ে কী করতে হবে? (What to do with Tulsi Manjari as per Vastu Tips)

তুলসী মঞ্জরী নিয়ে বিশেষ কিছু নিয়ম পালন করলে বাড়িতে মা লক্ষ্মী বাস করবেন। কী কী করতে হবে? নিম্নে সবটা আলোচনা করা হল।

Advertisements

Vastu Tips

১. লাল কাপড়ে মুড়তে হবে: প্রথম একটি লাল কাপড় নিতে হবে। এই কাপড়ে বাড়ির তুলসী মঞ্জরী রাখতে হবে এবং কাপড়ের মুখ মুড়ে দিতে হবে। এই কাপড় এবার আলমারিতে বা টাকা রাখার জায়গায় রাখতে হবে। এই নিয়ম পালন করলে বাড়িতে কখনও টাকার অভাব দেখা দেবে না।

Vastu Tips

২. গঙ্গাজলে মেশাতে হবে: একটি পাত্রে গঙ্গাজল নিতে হবে। এই জলে মেশাতে হবে তুলসী মঞ্জরী। এই জল নিয়ে সপ্তাহে দুই দিন বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে হবে। এমনটা করলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি পালাবে।

Vastu Tips

৩. মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে হবে: মা লক্ষ্মীর কৃপা চাইলে একটি নিয়ম পালন করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক শুক্রবারে কয়েকটি তুলসী মঞ্জরী নিতে হবে এবং তা মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে হবে। এমনটা করলে বাড়ি থেকে দুঃখকষ্ট বিদায় নেবে এবং বাড়ির সদস্যদের ভাগ্য খুলে যাবে।

Vastu Tips

৪. আখের রস নিবেদন: শত্রু নাশও সম্ভব তুলসী মঞ্জরীর দৌলতে। এক্ষেত্রে সপ্তাহের প্রত্যেক পঞ্চম দিনে তুলসী গাছের গোড়ায় আখের রস নিবেদন করতে হবে। উল্লেখ্য, আখের রস প্রায় ৭ বারের মতো অর্পণ করতে হবে এবং প্রত্যেকবারে নিজের নাম বলতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements