Vastu Tips: হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই গাছ বাড়িতে থাকলে ভগবান বিষ্ণু ও মা লক্ষীর আশীর্বাদ মেলে। তবে এই গাছটিকে বাড়ির একটি নির্দিষ্ট দিকে লাগাতে হয়। বাস্তুমতে, এই গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো উচিত নয়। নিম্নে এই বিষয়েই বিস্তারে আলোচনা করা হল (Tulsi plant Vastu Tips)।
বাস্তুমতে বাড়ির কোথায় তুলসী গাছ লাগানো উচিত নয়? (Vastu Tips)
বাড়ির জায়গা সবার সমান হয় না। কিন্তু বাড়ির আকার নির্বিশেষে যে কোনো ব্যক্তিরই বাড়িতে তুলসী লাগাতে ইচ্ছে করতে পারে। সমস্যা হয়ে যায় তুলসী গাছ লাগানোর সময়ে। অনেকেই বাগান না থাকায় বা উঠোনে বা বারান্দায় জায়গা না পেয়ে বাড়ির ছাদে তুলসী গাছ লাগান। শাস্ত্র বলছে, এখানেই ভুল করেন সবাই। বাস্তুশাস্ত্রে ছাদে তুলসী গাছ লাগাতে মানা করা হয়েছে। বলা হয়, ছাদের তুলসী গাছ রাখলে তা অশুভ বার্তা বয়ে আনে। জন্মছকে বুধ থাকা ব্যক্তি তুলসী গাছ বাড়ির ছাদে রাখলে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। বাড়ির ছাদে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে পায়রা বাসা বাঁধার চেষ্টা করতে পারে। কারণ, এই ঘটনা খারাপ কেতুর সংকেত বহন করে।
বাস্তুমতে ছাদে তুলসী গাছ রাখা যাবে না কেন? (Why Tulsi plant shouldn’t be planted at roof top as per vastu?)
বাড়ির ছাদে তুলসী গাছ থাকলে তা একাধিক অশুভ ইঙ্গিত ডেকে আনে। ছাদে তুলসী গাছ থাকলে বাড়ির উত্তর দিক থেকে পিঁপড়ে আসে। এই ঘটনা দ্বারা প্রভাবিত হতে পারে দেওয়াল, ফাটল দেখা দিতে পারে। বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ রাখলে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন বাড়ির সদস্যরা। এই গাছটিকে ভুলেও বাড়ির দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিকে লাগানো যাবে না।
বাস্তুমতে বাড়ির কোনদিকে তুলসী গাছ লাগানো উচিত? (In which direction Tulsi plant should be planted at home as per vastu?)
শাস্ত্র মতে, বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগালে ভালো ফল মেলে। এছাড়াও এই গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকেও রাখা যেতে পারে।