রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: ভুলেও এভাবে ব্যবহার করবেন না তুলসী, পথের ভিখারি হয়ে যাবেন

Vastu Tips: হিন্দু শাস্ত্রে তুলসী গাছ (Tulsi Plant) অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই গাছে মা লক্ষ্মীর বাস রয়েছে। সঠিক নিয়ম মেনে পুজো করলে বাড়ির নানান…

Advertisements

Vastu Tips: হিন্দু শাস্ত্রে তুলসী গাছ (Tulsi Plant) অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই গাছে মা লক্ষ্মীর বাস রয়েছে। সঠিক নিয়ম মেনে পুজো করলে বাড়ির নানান রকমের সমস্যা দূর হয়ে যাবে, পারস্পরিক ঝগড়া-বিবাদও হবে। তবে কিছু বিশেষ দিনে তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী কখন ব্যবহার করা যাবে না? নিম্নে সবটা আলোচনা করা হল (Tulsi Vastu tips)।

Vastu Tips

Advertisements

When we should not use Tulsi Leaves? (Vastu Tips)

১. কখনওই তুলসী পাতা মহাদেবের পুজো করার সময় ব্যবহার করা যাবে না। শিবের পুজো করার সময়ে তুলসী ব্যবহৃত হলে বাড়িতে বিপদজনক কিছু ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞার পিছনে পৌরানিক ব্যাখ্যা রয়েছে।
২. মাসের সবকটি দিন তুলসী পাতা তোলা যায় না। বিশেষ করে পূর্ণিমা, অমাবস্যা এবং উৎসবের দিনে তুলসী পাতা তুলতে মানা করা হয়েছে শাস্ত্রে।
৩. উল্লিখিত দিনগুলো ছাড়াও একাদশী, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ও রবিবারে তুলসী পাতা তুলতে মানা করা হয়।
৪. উল্লিখিত কয়েকটি দিনে কোনো মানুষ তুলসী গাছের কাছে গেলে শারীরিক অসুস্থতা ঘিরে ধরতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিকে।
৫. তুলসী পাতা কখনওই গণেশ পুজোতে ব্যবহার করা যাবে না। এই বিষয়টি মোটেই ভোলা যাবে না।

Vastu Tips

তুলসী পাতা পরিচর্যা কেন্দ্রীক গুরুত্বপূর্ণ তথ্য: (Important notes on taking care of Tulsi plant)

১. তুলসী গাছ মোটেই ইন্ডোর প্ল্যান্ট নয়। তাই এটিকে বাড়ির ভেতরে রাখা যাবে না। এই গাছটিকে বাড়ির বাইরে খোলা আকাশের নীচে রৌদ্রোজ্জ্বল স্থানে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিকে রাখতে হবে।
২. সঠিক নিয়ম মেনে জল দিতে হবে। ভুল পদ্ধতি অবলম্বন করে জল দিলে হিতের বিপরীত হতে পারে। জল দেওয়ার সময়ে খেয়াল রাখতে হবে যে, কখনওই ভুলেও গাছের গোড়ায় অতিরিক্ত মাত্রায় জল দেওয়া যাবে না।
৩. গাছের যত্ন নিতে হবে। খেয়াল রাখতে হবে, এই গাছ যেন মরে না যায় বা শুকিয়ে না যায়। কারণ, তুলসী গাছ মরে যাওয়ার ঘটনা বাড়ির জন্য অশুভ বার্তা বয়ে আনতে পারে।
৪. কোনোভাবে তুলসী গাছ মরে গেলে সেটা পরিষ্কার জলাশয়ে বা গঙ্গায় ভাসিয়ে দিতে হবে।

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements