Vastu Tips: বাড়িতে কাঠের আসবাবপত্র (Wooden Furniture) রাখবেন ভাবছেন? এদিকে বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন? এই দুই প্রশ্নের উত্তরই যদি ‘হ্যাঁ’ হয়। তাহলে এসে গেছেন একদম সঠিক ঠিকানায়। এই প্রতিবেদনে কাঠের আসবাবপত্র কেন্দ্রীক বাস্তুশাস্ত্রের পরামর্শ তুলে ধরা হল। কাঠের আসবাবপত্রের কাজ কোন দিন করানো উচিত, কোন দিন কেনা উচিত নয়, এমনকি কোন রঙের নেওয়া উচিত, সবটাই এই প্রতিবেদনে আলোচনা করা হল (Wooden Furniture Vastu Tips)।
বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী, বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে চাইলে কাঠের আসবাবপত্র বাড়ির সঠিক স্থানে রাখতে হবে। এমনটা করলে বাড়িতে সুখশান্তি বজায় থাকবে এবং আর্থিক সমৃদ্ধিও দেখা যাবে (Furniture Vastu Tips)।
(Vastu Tips) কোনদিন কাঠের আসবাব কেনা উচিত নয়?
বাস্তুমতে, যে কোনো দিন কাঠের আসবাবপত্র কেনা যায় না। বিশেষ কিছু দিন রয়েছে, যেদিন কাঠের আসবাবপত্র কেনা উচিত নয়। এই দিনগুলি হল- শনিবার ও মঙ্গলবার। এছাড়াও অমাবস্যার দিনেও কাঠের জিনিস কেনা উচিত নয়। উল্লিখিত দিনগুলোতে কাঠের আসবাবপত্র কিনলে বাড়িতে ঝগড়া-বিবাদ দেখা দিতে পারে।
(Vastu Tips) কাঠের আসবাবপত্র রাখার শুভ দিক কোনটি?
বাড়ির যেখানে-সেখানে কাঠের আসবাবপত্র রাখা যাবে না, এমনকি বাড়িতে কাঠের আসবাবপত্রের কাজ হলেও যেদিকে-সেদিকে করানো যাবে না। খেয়াল রাখতে হবে, কাঠের কাজ যেন পূর্ব বা উত্তর দিক করেই শেষ হয় এবং যেন শুরু হয় বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে থেকে।
কাঠের আসবাবপত্রের ডিজাইন কেমন বাছবেন?(which design & colour we should choose for wooden furniture?)
কাঠের আসবাবপত্রের ডিজাইন তৈরির সময় বিশেষভাবে নজর দিতে হবে। খেয়াল রাখতে হবে, উক্ত কাঠের জিনিসের কোনো খোঁচা যেন না বেরিয়ে থাকে। কাঠের আসবাবপত্রের রং হালকা রাখার চেষ্টা করতে হবে। অফিসে আসবাবপত্র রাখার ব্যাপারে কাঠের বদলে স্টিল বেশি ভালো হবে।