Vastu Tips: বাড়িতে আর্থিক সমস্যা বা বিবাদ দেখা দিলে মানুষ চিন্তায় ডুবে যান। অনেক সময়েই নানাম রকমের চেষ্টা করেও ভালো ফল পাওয়া যায় না। এই অবস্থায় কোনো পথে না পেয়ে অনেকেই মাথায় হাত দিয়ে বসে যান। জানিয়ে রাখি এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে বাস্তুশাস্ত্রে। তবে সমাধান পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা পালন করা খুব জরুরী। উক্ত নিয়মগুলো মানতে পারলে বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব হবে না। এই নিয়মগুলো কিছু নির্দিষ্ট গাছের সঙ্গে জড়িত। নিম্নে সেই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।
(Vastu Tips) বাস্তুমতে যে গাছগুলি সুখসমৃদ্ধি আনে, রইল তাদের তালিকা
১. তুলসী গাছ: বাস্তুশাস্ত্রে বিশেষরূপে উল্লেখ আছে তুলসীর। এই গাছের উপস্থিতিতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে। একইসঙ্গে নেতিবাচক শক্তি বিদায় নেয় বাড়ি থেকে। ফলে বাড়ির পরিবেশ ভালো থাকে। এই গাছ পূর্ব দিকে লাগালে নেতিবাচক প্রভাব কাটে এবং আয় উন্নতি হয়।
২. জুঁই ফুলের গাছ: বাড়িতে উপার্জিত অর্থের পরিমাণ কমে গেছে? বা আয় একদমই নেই? সমস্যা থেকে পরিত্রাণ পেতে বাড়িতে প্রধান দরজার কাছে লাগান জুঁই ফুলের গাছ। এটি ফুলটি পুরো বাড়ি সুগন্ধীতে ভরিয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের আয়ের পথ প্রশস্ত করবে।
৩. মানিপ্ল্যান্ট: বাড়িতে সুখসমৃদ্ধিতে বৃদ্ধি দেখতে চাইলে বাড়ির প্রধান দরজার কাছে লাগানো যেতে পারে মানিপ্ল্যান্ট। এটির উপস্থিতিতে বাড়িতে অর্থের আগমন ঘটে এবং সুখসমৃদ্ধি বিরাজ করে।
৪. ফার্ন গাছ: বাস্তুশাস্ত্রে এই গাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাড়ির প্রধান দরজার কাছে ফার্ন গাছ লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটে। ফলে বাড়ি পবিত্র হয়ে ওঠে এবং সুখসমৃদ্ধি আসে।