Vastu Tips: হলুদ গুঁড়ো নামের সঙ্গে সবাই পরিচিত। ভারতীয় হেঁশেলে হলুদ থাকেই। সেই হেঁশেল ভারতের উত্তরের থাকুক বা দক্ষিণের, পূর্বের থাকুক বা পশ্চিমের। ব্যবহার পদ্ধতি আলাদা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই রান্নার সময়ে হলুদ ব্যবহৃত হতে দেখা যায়। এছাড়াও ধর্মীয় শাস্ত্রেও হলুদের গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মশাস্ত্রে হলুদকে খুবই পবিত্র বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্রে লেখা রয়েছে, ভগবান বিষ্ণুর কাছে বৃহস্পতিবার উৎসর্গ করা হয়। হলুদ ভগবান বিষ্ণুর একাধিক প্রিয় জিনিসের মধ্যে একটি। ওইদিন ভগবান বিষ্ণুর পুজো করতে গেলে হলুদ ব্যবহার করা বাধ্যতামূলক। হলুদ ব্যবহার করে বৃহস্পতিবারে কিছু বিশেষ নিয়ম মেনে চললে (Turmeric Vastu Tips) জীবনে সৌভাগ্য আসে। জীবনে সৌভাগ্যের আগমন ঘটলে একাধিক সমস্যার সমাধান পাওয়া যায় এবং উন্নতি দেখা দেয়।
(Vastu Tips) বাস্তুমতে হলুদের উপকারিতা:
১. টাকা আটকে যাওয়ার সমস্যা: অনেক সময়েই পাওনা টাকা পাওয়া যায় না। বহুবার বলার পরেও গ্রহীতারা দিতে চান না। এই অবস্থায় বৃহস্পতিবারে কিছু গোটা চালে হলুদ মাখিয়ে তা লাল রঙের কাপড়ের মধ্যে বেঁধে মাথার কাছে রেখে শুলে পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
২. কাজে বাধার সৃষ্টি হলে: বৃহস্পতিবারে হলুদ গিঁটের মালা বানিয়ে ভগবান গণেশের কাছে অর্পণ করলে কার্যকরী ফল পাওয়া যায়।
৩. খারাপ স্বপ্ন দেখতে থাকলে: নিয়মিতভাবে খারাপ স্বপ্ন দেখতে থাকলে একটি কাপড়ে হলুদ গুঁড়ো ভরে পুঁটলি বানিয়ে মাথার নিচে রেখে ঘুমাতে পারেন। খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা কমে যাবে।
৪. প্রেম-দাম্পত্যের সমস্যা ঠিক করতে চাইলে: অনেক সময় প্রেমজনিত সম্পর্কে বা দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হতে দেখা যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ১ চিমটি হলুদ নিয়ে প্রত্যেকদিন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে রাখলেই ভালো ফল পাওয়া যাবে।
৫. ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে: আপনি যদি নিজের জীবনে ভগবান বিষ্ণুর কৃপার বর্ষণ চান, তাহলে প্রত্যেক বৃহস্পতিবারে হলুদ ও ছোলার ডাল দান করতে হবে।
[Disclaimer: বাস্তুবিদদের মতামতের ভিত্তিতে এটি রচিত। ব্যক্তিবিশেষে এর প্রভাব ভিন্ন হতে পারে]