রাজ্য সরকারি প্রকল্প ব্যবসা প্রযুক্তি টেলিকম চাকরির খবর অর্থনীতি স্কলারশিপ
Advertisements

Vastu Tips: ধনীদের ঘরে থাকে এই ৪ জিনিস, আপনিও বাড়িতে রাখলেই পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ

Vastu Tips: হিন্দু ধর্মশাস্ত্রে মা লক্ষ্মী সম্পদের দেবী হিসাবে পরিচিত। আর তাই একবার আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হলে জীবনে কখনও ধনসম্পদের অভাব হবে না। বাড়িতে কিছু জিনিস রাখলে…

Advertisements

Vastu Tips: হিন্দু ধর্মশাস্ত্রে মা লক্ষ্মী সম্পদের দেবী হিসাবে পরিচিত। আর তাই একবার আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হলে জীবনে কখনও ধনসম্পদের অভাব হবে না। বাড়িতে কিছু জিনিস রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ কখনওই বাড়ি থেকে সরে না। চলুন এই সব বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vastu Tips

Advertisements

নারকেল (Coconut): মা লক্ষ্মীর অন্যতম প্রিয় জিনিস হল নারকেল। এটি শ্রীফল নামেও পরিচিত। শ্রী হল গিয়ে দেবী লক্ষ্মীর অপর নাম। আর এই কারণেই নারকেলকে শুভ জিনিস হিসাবে গণ্য করা হয়। তাই কোনো শুভ কাজ করার পূর্বে হিন্দুধর্মে নারকেল ভাঙার প্রথা প্রচলিত রয়েছে। বাড়িতে নারকেল থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। একইসঙ্গে বাড়ি থেকে আর্থিক সমস্যাও দূরে চলে যায়।

Vastu Tips

শাঁখ (Shankha): মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় জিনিস হল শাঁখ। এটি পাওয়া গেছিল সমুদ্র মন্থনের সময়ে। বাড়িতে শাঁখ বা শঙ্খের উপস্থিতি আর্থিক সংকট আসতে দেয় না।

Vastu Tips

ধনের দেবতা কুবেরের ছবি (Picture Of Kuber): বাস্তুশাস্ত্রে পাওয়া যায় ধনের দেবতা কুবেরের ছবির উল্লেখ। বাস্তুমতে, বাড়িতে মা লক্ষ্মীর ফটো থাকার পাশাপাশি ভগবান কুবেরের ফটো থাকলে এবং স্বস্তিক চিহ্ন থাকলে বাড়িতে কখনওই অর্থাভাব দেখা দেবে না।

Vastu Tips

পদ্মফুল (Lotus): বাস্তুশাস্ত্র অনুযায়ী, মা লক্ষ্মীর প্রিয় ফুল হল পদ্মফুল। কোনো বাড়িতে পদ্মফুল থাকলেই, সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বাস থাকে। মা লক্ষ্মীর পুজো করার সময়ে পদ্মফুল অর্পণ করার কথা ভুললে চলবে না।

[Disclaimer: বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে এটি রচিত। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।]

সব আপডেট সময়ের আগে পেতে যুক্ত হন
Advertisements